হোম > বিশ্ব > ভারত

পাকিস্তানি নারী গোয়েন্দাদের ‘প্রেমের ফাঁদ’, গোপন তথ্য দিয়ে গ্রেপ্তার ভারতীয় যুবক

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ে দুই নারী সদস্যের ‘প্রেমের ফাঁদে’ পড়ে রাষ্ট্রীয় গোপন তথ্য সরবরাহ করার অভিযোগে এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ২২ বছর বয়সী নরেন্দ্র কুমারকে গত রোববার রাজস্থান থেকে ধরা হয় বলে এনডিটিভি জানায়।

ভারতীয় পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (গোয়েন্দা) এস সেনগাথির বলেছেন, আইএসআইয়ের কার্যকলাপ পর্যবেক্ষণ করার সময় দেখা গেছে, বিকানেরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে আনন্দগড় খাজুওয়ালার বাসিন্দা নরেন্দ্র কুমার সামাজিক প্ল্যাটফর্মে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (পিআইও) সঙ্গে যোগাযোগ করেছিলেন।

এস সেনগাথির আরও জানান, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার দুই নারী সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কৌশলগত বিভিন্ন গোয়েন্দা তথ্য পাচার করেছেন পেশায় মোটরসাইকেল মেকানিক নরেন্দ্র কুমার।

জিজ্ঞাসাবাদে নরেন্দ্র কুমার জানান, বছর দুয়েক আগে ফেসবুকে ‘পুনম বাজওয়া’ নামের এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পুনম নিজেকে পাঞ্জাবের ভাটিন্ডার বাসিন্দা বলে দাবি করেন। সীমান্ত নিরাপত্তা বাহিনীতে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেন বলেও সে সময় দাবি করেন পুনম।

এস সেনগাথির বলেন, নরেন্দ্রর সঙ্গে বন্ধুত্ব তৈরি করে তাঁকে বিয়ের প্রলোভন দেখান পুনম। তারপর তাঁরা হোয়াটসঅ্যাপে কথা বলা শুরু করেন। নরেন্দ্রর কাছ থেকে আন্তর্জাতিক সীমান্ত এলাকার বিভিন্ন স্পর্শকাতর তথ্য যেমন রাস্তাঘাট, সেতু, বিএসএফ ঘাঁটি, টাওয়ার, সামরিক যানের ছবি এবং যেসব স্থানে জনসাধারণের প্রবেশ নিষেধ, সেসব স্থানের ভিডিও চাইতে শুরু করেন পুনম।

নরেন্দ্র কিছুদিন আরেক পাকিস্তানি নারীর সঙ্গেও যোগাযোগ করেছিলেন। ‘সুনিতা’ নামের ওই নারী নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং তিনিও সীমান্ত এলাকা সম্পর্কে নানা তথ্য চেয়েছিলেন। সুনিতা নামের সেই গোয়েন্দার কাছেও নরেন্দ্র কৌশলগত তথ্য শেয়ার করেছেন বলে জানান ভারতীয় পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (গোয়েন্দা) এস সেনগাথির।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের সময় তাঁর মোবাইল ফোন পরীক্ষা করে দেখা গেছে, নরেন্দ্র পাকিস্তানি গোয়েন্দা সংস্থার নারী সদস্যদের প্রেমের ফাঁদে পড়ে আন্তর্জাতিক সীমান্ত এলাকার সঙ্গে সম্পর্কিত কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিল।

পুলিশ জানিয়েছে, ভারতের সরকারি গোপনীয়তা আইন, ১৯২৩ এর অধীনে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি