হোম > বিশ্ব > ভারত

সন্ত্রাসী গোষ্ঠীর হুমকিতে ‘ড্রেস কোড’ নিয়ে ক্ষমা চাইলেন অধ্যক্ষ

ভারতের শ্রীনগরে একটি স্কুলে ড্রেস কোড নিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির পর ক্ষমা চেয়েছেন ওই স্কুলের অধ্যক্ষ। 

এ বিষয়ে ভারতীয় এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগরের বিশ্বভারতী সরকারি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ কয়েক ছাত্রীকে স্কুলের ভেতরে অবস্থান করার সময় বোরকা-আবায়া বা লম্বা পোশাক না পরতে বলেছিলেন। তবে তিনি ওই ছাত্রীদের ইউনিফর্মের অংশ হিসেবে হিজাব পরতে উৎসাহিত করেছিলেন। 

কিন্তু কয়েক ছাত্রী ড্রেস কোড নিয়ে অধ্যক্ষের নির্দেশ মানতে অস্বীকার এবং বিক্ষোভ করেন। তারা অধ্যক্ষের বিরুদ্ধে ড্রেস কোড চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলেন এবং দাবি করেন-অধ্যক্ষ যে ধরনের পোশাক পরতে বলেছেন সেগুলো তাদের ধর্মের বিরুদ্ধে যায়। 

মেয়েদের অভিযোগ-অধ্যক্ষ তাদের বলেছিলেন যে, তারা আবায়া পরতে চায় তাহলে তাদের একটি মাদ্রাসায় (ইসলামিক সেমিনারি) যোগ দিতে হবে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও প্রতিবাদ জানাতে থাকেন ওই ছাত্রীরা। তারা তাদের প্রতিবাদের ভিডিওগুলো ব্যাপকভাবে শেয়ারও করেন। 

বিষয়টি নিয়ে অধ্যক্ষ জানান, স্কুলের বেশির ভাগ মেয়ে হিজাব পরেন। আর গুটিকয়েক মেয়ে আবায়া পরেন। তিনি চেয়েছিলেন, ওই মেয়েরা যেন ক্লাসে থাকার সময় আবায়া না পরে। 

তবে এমন বিতর্কের মধ্যেই একটি সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। সেখানে তারা অধ্যক্ষকে হুমকি দিয়ে তাকে ডানপন্থী বলে অভিযুক্ত করে। 

এ ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অধ্যক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন।

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং