হোম > বিশ্ব > ভারত

বায়ুদূষণ সামলাতে এবার কৃত্রিম বৃষ্টি নামাবে ভারত

আজকের পত্রিকা ডেস্ক­

বায়ুদূষণ কমাতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করছে ভারত। প্রতীকী ছবি

বায়ুদূষণে প্রায়ই শীর্ষে থাকে ভারতের রাজধানী নয়াদিল্লি। যানবাহন নিয়ন্ত্রণসহ নানা পদক্ষেপেও দূষণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দূষণ কমাতে এবার ক্লাউড সিডিং পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি নামাবে ভারত।

চলতি মাসের ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত এ পরীক্ষা চালানোর কথা ছিল। তবে, বর্ষার কারণে এক মাস পেছানো হলো তারিখ।

নতুন তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর। ভারতের পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।

পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা জানান, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) ৪ থেকে ১১ জুলাইয়ের মধ্যে পরীক্ষার অনুমতি দিয়েছিল। কিন্তু আবহাওয়া দপ্তর ও পুনের ট্রপিক্যাল মেটেরোলজি ইনস্টিটিউটের মতে, এই সময় বর্ষার মেঘ পরীক্ষার জন্য উপযুক্ত নয়। তাই দিল্লি সরকার আইআইটি কানপুরের সঙ্গে আলোচনা করে সময় পিছিয়ে দিয়েছে।

মন্ত্রী বলেন, ‘আমরা ডিজিসিএর কাছে ১০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ট্রায়ালের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুমতি এখন আমরা পেয়ে গেছি। এবার দিল্লি প্রথমবারের মতো আকাশ থেকে কৃত্রিম বৃষ্টির পরীক্ষা দেখবে। এটি একটা ঐতিহাসিক পদক্ষেপ।’

এ সময় আম আদমি পার্টি সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘গত দশ বছর ধরে কৃত্রিম বৃষ্টি নিয়ে শুধু কথা হয়েছে, কিন্তু কেউ তা বাস্তবায়ন করেনি। আমরা ১৩টি বিভাগের সঙ্গে সমন্বয় করে সব অনুমোদন জোগাড় করেছি। এই উদ্যোগটা আমরা নিয়েছি, এটা আমাদের সাফল্য।’

উল্লেখ্য, গত বছর আম আদমি পার্টির পরিবেশমন্ত্রী গোপাল রাই কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে একাধিক চিঠি লিখে কৃত্রিম বৃষ্টি অনুমোদনের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তিনি অভিযোগ করেন, যাদব তাতে কোনো সাড়া দেননি।

এই প্রকল্পে দিল্লির উত্তর-পশ্চিম এবং বাইরের কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে পাঁচটি উড়োজাহাজ আকাশে ওড়ানো হবে। প্রতিটি বিমান প্রায় ৯০ মিনিট করে আকাশে থাকবে। এ সময় তারা আকাশে থাকা মেঘে একটি বিশেষ রাসায়নিক মিশ্রণ ছিটিয়ে দেবে। এই রাসায়নিক মিশ্রণ মেঘের ভেতরে বৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে উদ্দীপিত করবে এবং বৃষ্টি হবে।

উল্লেখ্য, বিশেষ ওই রাসায়নিক ভারতেই তৈরি হয়েছে। আইআইটি কানপুর তৈরি করেছে সেটি।

প্রতিটি বিমানের গন্তব্যে প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এ কাজ হবে। এই পুরো পরীক্ষার জন্য ৩ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ রেখেছে দিল্লি সরকার।

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত