হোম > বিশ্ব > ভারত

কংগ্রেস ছাড়ার ঘোষণা দিয়েছেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী

কলকাতা প্রতিনিধি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাঙন অব্যাহত রয়েছে। এবার গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করলেন। তিনিও যোগ দিতে চলেছেন তৃণমূলে।

বিরোধী ঐক্যের চেষ্টার মধ্যেই রাজ্যে রাজ্যে কংগ্রেসকে দুর্বল করে নিজেদের শক্তিবৃদ্ধিতে মরিয়া তৃণমূল। ভারতের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র গোয়াতেও কংগ্রেসের জায়গা দখলে তারা মরিয়া।

বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে হারানোর পর এখন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির লক্ষ্য দিল্লিতে অ-বিজেপি সরকার। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হিসাবে মমতাকেই তুলে ধরছেন তৃণমূল নেতারা।

তাই পশ্চিমবঙ্গের বাইরে দলকে শক্তিশালী করতে বাড়তি উদ্যোগ নিয়েছে তৃণমূল। তাঁদের লক্ষ্য ছোট রাজ্য। ত্রিপুরা, আসাম, মেঘালয়ে ইতিমধ্যেই প্রস্তুতি চলছে পুরদমে। এবার গোয়া রাজ্যেও হাত বাড়াল মমতার দল।

দুই তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েণ ও প্রসূন ব্যানার্জি পৌঁছে গিয়েছেন সমুদ্রপারের রাজ্যটিতে। দুই বারের মুখ্যমন্ত্রী ফেলেইরো তাদের লক্ষ্য। ইতিমধ্যেই কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।

তবে ফেলেইরো বলেছেন, 'কংগ্রেসের সঙ্গে ৪০ বছরের সম্পর্ক। কংগ্রেসেই থাকব ৷ কংগ্রেসি দলগুলির মধ্যে মমতাই নরেন্দ্র মোদিকে সব থেকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছেন ৷ মমতা স্ট্রিট ফাইটার'।

সূত্রের খবর, বুধবারই তৃণমূলে যোগ দিতে পারেন তিনি। দলের কর্মীদের সঙ্গে কথাও হয়েছে তাঁর। বয়সে প্রবীণ হলেও নিজেকে মানসিকভাবে এখনো তরুণ বলেই মনে করেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। 

তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, শুধু লুইজিনহো নন, গোয়া রাজনীতির আরও অনেকে তৃণমূলে যোগ দেবেন ৷ বেশ কয়েকজন বিজেপি বিধায়কও যোগ দিতে পারেন তৃণমূলে। 

অন্যদিকে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মতে, বিজেপিকে খুশি করার জন্য কংগ্রেসকে দুর্বল করার কাজে নেমেছে তৃণমূল। কংগ্রেসকে আক্রমণ করে নিজেদের স্বার্থসিদ্ধিই তৃণমূলের আসল লক্ষ্য।  

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র