হোম > বিশ্ব > ভারত

লরেন্স বিষ্ণুই-ই সিধু মুসওয়ালা হত্যার প্রধান পরিকল্পনাকারী

লরেন্স বিষ্ণুই-ই পাঞ্জাব কংগ্রেসের নেতা ও গায়ক সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী। দিল্লি পুলিশ আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিল্লি পুলিশ আগে থেকেই জানিয়ে আসছিল, লরেন্স বিষ্ণুই-ই মুসওয়ালা হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী। তবে বিষ্ণুই এখনো এই বিষয়ে কোনো জবানবন্দি দেননি। তবে তিনি জানিয়েছেন, তাঁর দল এই হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং তারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে তা বাস্তবায়ন করেছে। 

লরেন্স বিষ্ণুই বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দী। 

একই মামলায় পাঞ্জাব পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার পাঞ্জাব পুলিশ ওই ৮ জনকে মুসওয়ালার হত্যায় সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্দ্বীপ সিং, আলিয়াস কেকদা, মানপ্রীত সিং, আলিয়াস মান্না, মানপ্রীত ভানু, সরাজ মিন্টু, প্রভ দ্বীপ সিধু, মানু ডগর, পবন বিষ্ণুই এবং নসীব। 

পুলিশ জানিয়েছিল, গ্রেপ্তার ব্যক্তিরা মুসওয়ালার হত্যাকারীদের অস্ত্র সরবরাহ, ঘটনাস্থল রেকি এবং হত্যার পর হত্যাকারীদের আশ্রয় দিয়ে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত। পুলিশ আরও জানিয়েছে, তাঁরা এরই মধ্য ৪ খুনিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। 

এর আগে, গত ২৯ মে কংগ্রেস নেতা এবং পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গুলিবিদ্ধ হন আরও দুজন। পাঞ্জাব সরকার মুসওয়ালাসহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করার এক দিন পর সেই ঘটনা ঘটল। ভিআইপি সংস্কৃতি বন্ধের পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বিভিন্ন ব্যক্তির সরকারি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করেন। 

ঘটনার সময় সিধু এবং তাঁর দুই বন্ধু একটি জিপে করে পাঞ্জাবের মনসা জেলার জওহর কে গ্রামে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। সিধুর গাড়ি লক্ষ্য করে অনেকগুলো গুলি করা হয়। পরে তাঁকে গাড়ির ভেতরে সিটে পড়ে থাকতে দেখা যায়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র