হোম > বিশ্ব > ভারত

অক্সিজেন সঙ্কট:  দিল্লির এক হাসপাতালে একদিনেই ২৫ রোগীর মৃত্যু

ঢাকা: ভারতের দিল্লিতে অক্সিজেনের সঙ্কট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার হাসপাতালটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

স্থানীয় সময় সকাল ৮টার দিকে হাসপাতালের বিবৃতিতে জানানো হয়, আর মাত্র দুই ঘণ্টা চলার মতো অক্সিজেন তাদের কাছে রয়েছে। হাসপাতালটিতে তখন আরও ৬০ জন কোভিড রোগী ঝুঁকিতে। অবশ্য এই বিবৃতির দুই ঘণ্টা পর হাসপাতালটিতে অক্সিজেনের ট্যাঙ্কার পৌঁছয়।

স্যার গঙ্গারাম হাসপাতালের স্বাস্থ্য পরিচালক সতেন্দ্র কাটোচ বলেন,  প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার কারণেই হয়তো রোগীদের মৃত্যু হয়েছে।

একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, ওই রোগীদের অবস্থা গুরুতর ছিল। কিন্তু তাদের পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট দিতে না পারায় শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরের ভিরার এলাকার একটি হাসপাতালে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।  এর আগে গত বুধবার রাতে মহারাষ্ট্রে অন্য একটি হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে অক্সিজেনের অভাবে ২৪ কোভিড রোগীর মৃত্যু হয়।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস