হোম > বিশ্ব > ভারত

নদীর পানি নিয়ে ভারতের দুই রাজ্যের মধ্যে টানটান উত্তেজনা

কৃষ্ণ নদের পানি নিয়ে ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশ রাজ্যের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বেআইনি সেচ প্রকল্প ও জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে এই বিরোধ। উভয় পক্ষ কৃষ্ণ নদে জলবিদ্যুৎ কেন্দ্রের নিজ নিজ অংশে কয়েক শ পুলিশ সদস্য মোতায়েন করেছে।

উত্তেজনার শুরু মূলত গত বুধবার। এদিন তেলেঙ্গানা রাজ্য সরকার পুলিচিন্তলা, শ্রীসাইলাম ও নাগার্জুন সাগরের প্রকল্পে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। প্রকল্প এলাকায় সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এরপর দুই রাজ্যই নিরাপত্তার কথা বলে নিজ নিজ সীমানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। নিজেদের কর্মী ছাড়া রাজ্যের বাইরের কাউকে এলাকায় ঢুকতে দিচ্ছে না তেলেঙ্গানার পুলিশ। তারা নাগার্জুন সাগর সেতুতে কঠোর পাহারা বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে। পুলিশের দেড় শতাধিক কর্মীকে নাগার্জুন সাগরে মোতায়েন করা হয়েছে। পুলিচিন্তলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত শতাধিক পুলিশ। অন্ধ্র প্রদেশও তাদের সীমানায় শতাধিক পুলিশ মোতায়েন করেছে।

তেলেঙ্গানা পুলিশ অন্ধ্র প্রদেশের কয়েকজন কর্মকর্তাকে প্রবেশেও বাধা দেয়। অন্ধ্র প্রদেশের গান্টুরের রাজস্ব এবং সেচ কর্মকর্তাদের সীমান্তবর্তী মাচেরলাতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁরা পুলিচিন্তলা ও নাগার্জুন সাগরে জলবিদ্যুৎ ইউনিট বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠি দিতে তেলেঙ্গানার গেনকো যাওয়ার অনুমতি চেয়েছিলেন। পরে কড়া নিরাপত্তার মধ্যে অন্ধ্র প্রদেশের পুলিচিন্তলার প্রধান প্রকৌশলী রমেশ বাবু ওপারে গিয়ে একটি স্মারকলিপি দিয়ে আসেন।

কৃষ্ণ নদের পানির অধিকার নিয়ে এই দুই রাজ্যের বিরোধ বেশ পুরোনো। এ নিয়ে তৃতীয়বারের মতো দুই রাজ্যের মধ্যে বিরোধ তীব্র হলো। এর আগে ২০১৫ ও ২০১৭ সালেও নদের পানি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষ পুলিশ মোতায়েন করেছিল। ২০১৭ সালে দুই রাজ্যই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল। 

অন্ধ্র প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা এক চিঠিতে বিষয়টি সমাধানের অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, তেলেঙ্গানা বেআইনিভাবে কৃষ্ণ নদের পানি দখলে নিতে চাইছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা