হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে ৩ লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত, নিহত ৩

ঢাকা: শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ভারতের ওডিশায় অন্তত দু’জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি রাজ্যটিতে প্রায় তিন লাখের মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দিঘা, পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কলকাতার ১৩টি নিম্নাঞ্চল অংশ প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত 'অতি মারাত্মক ঝড়’ হিসেবে অভিহিত হওয়া ঘূর্ণিঝড় ইয়াস দুর্বল হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বেলা একটা ৩০ মিনিটের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের ওডিশার বালেশ্বর থেকে ১৫ কিলোমিটার দূরের অবস্থান করছিল। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওডিশায় বুধবার সকালে আঘাত হানে ইয়াস। তখন ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার ছিল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার আগেই ১৫ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার এরই মধ্যে ১০ কোটি রুপির ত্রাণ বরাদ্দ করেছে।

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত