একদিনে করোনা রোগী শনাক্তের হিসাবে আগের সব রেকর্ড ভাঙল ভারত। আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ১৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি শুরুর পর এটি ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত।
গতকাল মঙ্গলবার ১ লাখ ৭ হাজার কোভিড রোগী শনাক্ত হয়।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু মহারাষ্ট্র রাজ্যেই ৫৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬৩০ জন।
ভারতে এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখ এক হাজার ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ১৭৭ জন। বর্তমানে ভারতে ৮ লাখ ৪৩ হাজার ৪৭৩ জন করোনা রোগী চিকিৎসাধীন।