হোম > বিশ্ব > ভারত

চাকরির প্রথম পোস্টিংয়েই ঘুষ গ্রহণ, হাতেনাতে পাকড়াও 

চাকরির প্রথম পোস্টিংয়েই ঘুষ গ্রহণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ঝাড়খন্ডের এক কর্মকর্তা। তাঁর নাম মিতালি শর্মা। দেশটির দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা ৭ জুলাই তাঁকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মিতালি শর্মা ঝাড়খন্ডের সমবায় বিভাগের কর্মকর্তা। ৮ মাস আগেই তিনি কোদার্মায় সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগ দেন। ৭ জুলাই হাজারি দুর্নীতি দমন ব্যুরো তাঁকে স্থানীয় একটি সংস্থার কাছ থেকে ঘুষ গ্রহণকালে আটক করে। 

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মিতালি শর্মা মোট ২০ হাজার রুপি ঘুষ দাবি করেছিলেন। ঘটনার দিন তিনি ২০ হাজার রুপি প্রথম কিস্তি হিসেবে ১০ হাজার টাকা গ্রহণ করছিলেন। তিনি যে সংস্থাটির কাছ থেকে ঘুষ গ্রহণ করেছিলেন তার নাম ভূঞাপুর সহযোগ সমিতি। দুর্নীতি দমন ব্যুরোর আকস্মিক অভিযানে মিতালি শর্মা ধরা পড়েন। 
 
ঘটনার পর ভূঞাপুর সহযোগ সমিতির কর্মকর্তা রামেশ্বর প্রসাদ যাদব দুর্নীতি দমন ব্যুরোর পরিচালকের সঙ্গে মিলে মামলা দায়ের করেছেন। দুর্নীতি দমন ব্যুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করছে। 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিতালি শর্মার ঘুষ গ্রহণের বিষয়টির ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা মিতালিকে তাঁদের হেফাজতে নিয়ে যান। 

গ্রেপ্তারের বিষয়ে দুর্নীতি দমন ব্যুরোর এক কর্মকর্তা বলেছেন, মিতালি শর্মা চাকরিতে যোগদানের পর স্থানীয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। ওই সময় তিনি প্রতিষ্ঠানটিতে কিছু অসংগতি দেখতে পান। পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার পরিবর্তে কর্তৃপক্ষের কাছ থেকে ২০ হাজার রুপি ঘুষ দাবি করেন। পরে এই ঘটনার তদন্তে নামে দুর্নীতি দমন ব্যুরো। তদন্তে মিতালি শর্মার বিরুদ্ধে ২০ হাজার রুপি ঘুষ দাবির অভিযোগের সত্যতা মেলে।

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং