হোম > বিশ্ব > ভারত

চাকরির প্রথম পোস্টিংয়েই ঘুষ গ্রহণ, হাতেনাতে পাকড়াও 

চাকরির প্রথম পোস্টিংয়েই ঘুষ গ্রহণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ঝাড়খন্ডের এক কর্মকর্তা। তাঁর নাম মিতালি শর্মা। দেশটির দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা ৭ জুলাই তাঁকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মিতালি শর্মা ঝাড়খন্ডের সমবায় বিভাগের কর্মকর্তা। ৮ মাস আগেই তিনি কোদার্মায় সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগ দেন। ৭ জুলাই হাজারি দুর্নীতি দমন ব্যুরো তাঁকে স্থানীয় একটি সংস্থার কাছ থেকে ঘুষ গ্রহণকালে আটক করে। 

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মিতালি শর্মা মোট ২০ হাজার রুপি ঘুষ দাবি করেছিলেন। ঘটনার দিন তিনি ২০ হাজার রুপি প্রথম কিস্তি হিসেবে ১০ হাজার টাকা গ্রহণ করছিলেন। তিনি যে সংস্থাটির কাছ থেকে ঘুষ গ্রহণ করেছিলেন তার নাম ভূঞাপুর সহযোগ সমিতি। দুর্নীতি দমন ব্যুরোর আকস্মিক অভিযানে মিতালি শর্মা ধরা পড়েন। 
 
ঘটনার পর ভূঞাপুর সহযোগ সমিতির কর্মকর্তা রামেশ্বর প্রসাদ যাদব দুর্নীতি দমন ব্যুরোর পরিচালকের সঙ্গে মিলে মামলা দায়ের করেছেন। দুর্নীতি দমন ব্যুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করছে। 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিতালি শর্মার ঘুষ গ্রহণের বিষয়টির ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা মিতালিকে তাঁদের হেফাজতে নিয়ে যান। 

গ্রেপ্তারের বিষয়ে দুর্নীতি দমন ব্যুরোর এক কর্মকর্তা বলেছেন, মিতালি শর্মা চাকরিতে যোগদানের পর স্থানীয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। ওই সময় তিনি প্রতিষ্ঠানটিতে কিছু অসংগতি দেখতে পান। পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার পরিবর্তে কর্তৃপক্ষের কাছ থেকে ২০ হাজার রুপি ঘুষ দাবি করেন। পরে এই ঘটনার তদন্তে নামে দুর্নীতি দমন ব্যুরো। তদন্তে মিতালি শর্মার বিরুদ্ধে ২০ হাজার রুপি ঘুষ দাবির অভিযোগের সত্যতা মেলে।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার