হোম > বিশ্ব > ভারত

রাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী ঝাড়খন্ডের সাবেক গভর্নর দ্রৌপদী

ভারতের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপি প্রার্থী ঘোষণা করেছে। দলটি ঝাড়খন্ড রাজ্যের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মুকে (৬৪) এই পদে প্রার্থী ঘোষণা করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন। টুইটে মোদি বলেছেন, লাখ লাখ মানুষ, বিশেষ করে যারা দারিদ্র্য ও কষ্টের সম্মুখীন হয়েছে, তারা শ্রীমতি দ্রৌপদী মুর্মুর জীবনী থেকে উৎসাহ পায়। নীতিগত বিষয়ে তাঁর বোধগম্যতা ও সহানুভূতিশীল প্রকৃতি আমাদের দেশকে ব্যাপকভাবে উপকৃত করবে।

দ্রৌপদী মুর্মু ওডিশা রাজ্যের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক। তিনি এই নির্বাচনে বিরোধী প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহার বিরুদ্ধে লড়বেন। নির্বাচিত হলে দ্রৌপদী মুর্মু হবেন ভারতের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী রাষ্ট্রপতি।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে আগামী ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণনা হবে ২১ জুলাই। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই।

বিজেপির প্রধান জেপি নাড্ডা জানিয়েছেন, প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসে বিজেপির সংসদীয় বোর্ড। সেখানে প্রায় ২০ জনকে নিয়ে আলোচনা হয়। এ সময় সিদ্ধান্ত হয় পূর্ব ভারতের কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে প্রার্থী করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করা হয়েছে। 

এর আগে ২০১৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনের আগেও এই পদের জন্য আলোচিত প্রার্থী ছিলেন দ্রৌপদী মুর্মু। তবে সেবার বিহারের গভর্নর ও দলিত গোষ্ঠীর সদস্য রামনাথ কোবিন্দকে প্রার্থী করে বিজেপি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দ্রৌপদী মুর্মু কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ওডিশা থেকে দুবার বিজেপির টিকিটে আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। বিজু জনতা দলের নবীন পাটনায়েক সরকারের মন্ত্রিসভার সদস্যও ছিলেন তিনি। ওই সময় দলটি বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেছিল।

এর আগে বিরোধী দলগুলো এক বৈঠকের পর যশোবন্ত সিনহাকে রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী ঘোষণা করে।

উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন ইলেকটোরাল কলেজ ভোটে। এই ইলেকটোরাল কলেজ সংসদের উভয় কক্ষের সদস্যদের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর পার্লামেন্টের সদস্যদের নিয়ে গঠিত হয়।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার