হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরায় তৃণমূল ও বিজেপি সংঘর্ষ

প্রতিনিধি, কলকাতা

বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থকেরা তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। বিজেপির পাল্টা দাবি, পুরোটাই নাটক।

শনিবার সকালে ধলাই জেলার আমবাসায় ত্রিপুরা সফররত পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ছাত্র নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা আক্রান্ত হন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ, পুলিশের সামনেই বিজেপি হামলা চালিয়েছে। এ ছাড়া এদিন উত্তর ত্রিপুরার ধর্মনগরে তৃণমূলের জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক। 

সুবল জানান, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের নির্দেশেই তাঁদের পার্টি অফিস ভাঙচুড় করে। প্রতিবাদে তাঁরা ধর্মনগর সফররত মুখ্যমন্ত্রীর কনভয় অবরোধ করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অভিযোগ, 'বিজেপির গুন্ডাদের আসল রং প্রকাশ পাচ্ছে। আজকে প্রমাণ হলো, বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় গুন্ডারাজ চলছে। তৃণমূল লড়াইয়ের ময়দান থেকে এক ইঞ্চিও জমি ছাড়বে না।' 

রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের পাল্টা অভিযোগ, তৃণমূল রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। নষ্ট করতে চাইছে শান্তির পরিবেশ। 

তবে তৃণমূলের ওপর হামলার নিন্দা করেছেন ত্রিপুরার সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা পবিত্র কর। তিনি বলেন, ফ্যাসিস্ট কায়দায় বিরোধীদের ওপর রাজ্য জুড়ে হামলা চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। রাজ্যে গণতন্ত্র নেই। 

ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসও। তাঁর মতে, হেরে যাওয়ার ভয়ে বিজেপি এখন বিরোধী নেতাদের ওপর হামলা চালাচ্ছে। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা, রাজ্যে গণতন্ত্র নেই বলে অভিযোগ তৃণমূলের, আমবাসায় তিন তৃণমূল নেতা রক্তাক্ত।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ