হোম > বিশ্ব > ভারত

গান্ধী পরিবারই থাকছে কংগ্রেসের চালিকাশক্তি

কলকাতা প্রতিনিধি

দলের পুনরুজ্জীবনের লক্ষ্যে রাজস্থানের উদয়পুরে গতকাল শুক্রবার শুরু হয়েছে ভারতীয় কংগ্রেসের চিন্তন শিবির। তিন দিনব্যাপী এই চিন্তন শিবিরে দলে পরিবারতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সেখানেই ঠিক হতে পারে ‘এক পরিবার এক পদ নীতি’। তবে গান্ধী পরিবারের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না বলে জানা গেছে। ফলে কংগ্রেসে গান্ধী পরিবারের প্রভাব বিন্দুমাত্র কমছে না।

দলের মুখপাত্র অজয় মাকেন জানিয়েছেন, প্রতিটি রাজনৈতিক পরিবার থেকে মাত্র একজনই এমএলএ বা এমপি হতে পারবেন। সেই সঙ্গে দলের প্রতিটি স্তরে ৫০ শতাংশের বেশি পদ অনূর্ধ্ব পঞ্চাশদের জন্য করা হচ্ছে। এ ছাড়া আরও বড় পরিবর্তন আসতে পারে সংগঠনে।

গতকাল ভোরে দিল্লি থেকে ট্রেনে চেপে চিন্তন শিবিরে যোগ দিতে গেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এর পর থেকেই জল্পনা শুরু হয়, ফের রাহুলই হচ্ছেন কংগ্রেস সভাপতি। তবে এখনো তিনি নিজে কোনো ইঙ্গিত দেননি। এ নিয়ে দলের মুখপাত্র অজয় জানিয়েছেন, বড় খবর অপেক্ষা করছে। তদারকি সভানেত্রী সোনিয়া গান্ধীর হাত থেকে ক্ষমতার ব্যাটন তাঁর ছেলে রাহুলের হাতে উঠুক—এটা অনেকেই চাইছেন।

রাহুলের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা মানিক ঠাকুর জানিয়েছেন, দেশের ৬০ শতাংশ মানুষেরই বয়স ৪০-এর কম। তাই নতুনদের বেশি করে সুবিধা দিতে চাইছে কংগ্রেস। ২০২৪ সালের সাধারণ নির্বাচন মাথায় রেখে চিন্তন শিবিরে ধর্মীয় বিভাজন, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেসরকারীকরণ প্রভৃতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে চাপে রাখার কৌশল নিয়েও আলোচনা হবে। 

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী