হোম > বিশ্ব > ভারত

৪৫টি পিস্তলসহ দিল্লিতে দম্পতি আটক 

ভারতে ৪৫টি পিস্তলসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার নয়া দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা তাদের আটক করেন। জগজিৎ সিংহ এবং জাসবিন্দর কৌর নামে ওই দুজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত পিস্তলগুলো আসল না নকল সে বিষয়ে তদন্ত চলছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কাউন্টার টেররিজম ইউনিট পিস্তলগুলো আসল না নকল সে বিষয়ে তদন্ত চালাচ্ছে। প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছে পিস্তলগুলোকে আসলের মতোই মনে হচ্ছে। 

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে—পিস্তলগুলো সম্পূর্ণ কার্যক্ষম। 

এর আগে, এই দম্পতি গত ১০ জুলাই ভিয়েতনামের হো চি মিন সিটি থেকে ভারতে ফিরে আসেন। তারপর থেকেই তাঁদের ওপর নজর রাখা হচ্ছিল। জগজিৎ সিংকে দুটি ট্রলি ব্যাগে করে পিস্তলগুলো বহন করে নিয়ে যাওয়া অবস্থায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জগজিৎ জানিয়েছেন, ওই পিস্তলগুলো তাঁর মানজিৎ সিং তাঁকে দিয়েছিলেন। 

ইন্দিরা গান্ধী বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, মানজিৎ সিং বেশ কিছু দিন আগে ফ্রান্সের প্যারিস থেকে ভিয়েতনামে আসেন। সেখানেই তিনি জগজিৎ সিংকে পিস্তলগুলো দেন। ব্যাগগুলো জগজিৎকে দিয়েই বিমানবন্দর থেকে কেটে পড়েন মানজিৎ। 

ওই কর্মকর্তার মতে, জগজিতের স্ত্রী তাঁর স্বামীকে পিস্তল বহনকারী ব্যাগ দুটোর ট্যাগ নষ্ট করে পিস্তলগুলো ভারতে নিয়ে আসতে সহায়তা করেছিলেন। কাস্টমসের এক বিবৃতি অনুসারে ওই ৪৫টি পিস্তলের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ২২ লাখ টাকা। 
 
এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই অভিযুক্ত জানিয়েছেন—এর আগেও তাঁরা তুরস্ক থেকে ভারতে আরও ২৫টি পিস্তল এনেছিলেন। 

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’