হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে ৪ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তের বাড়ির বাইরে বিক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ বলছে, শিশুটির প্রাইভেট শিক্ষকের ভাই তার ওপর যৌন নিপীড়ন চালিয়েছে। অভিযুক্ত ব্যক্তির বাড়ির বাইরে বিক্ষোভ করছে মানুষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গতকাল শনিবার পূর্ব দিল্লিতে শিশুটির প্রাইভেট শিক্ষকের পাণ্ডব নগরের বাড়িতে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার অভিযুক্তের বাড়ির বাইরে বহু মানুষ ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। উত্তেজিত জনতা সেই এলাকায় গাড়ি ও অটোরিকশায় ভাঙচুর করেছে। এলাকাটিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

চার বছর বয়সী শিশুটি কাঁদতে কাঁদতে তার মা-বাবাকে বলেছে, তার শিক্ষক যখন দূরে ছিলেন তখন তার ভাই তাকে ধর্ষণ করেছিল এবং এ বিষয়ে কাউকে না বলার জন্য হুমকিও দিয়েছে।

দিল্লির একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, একটি চার বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তার যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি হয়েছে।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, মেয়েটা বেশ ভালো আছে। তাকে এআইআইএমএসে ভর্তি করা হয়েছে। কারণ, সেখানকার ওয়ান স্টপ সেন্টারে শিশুদের চিকিৎসাব্যবস্থা লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালের চেয়ে ভালো। মেয়েটির মা ও বাবা তার সঙ্গে রয়েছেন। তার কাউন্সেলিং চলছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু উসকানিমূলক বার্তা পাঠানো হচ্ছে। এই ঘটনায় স্থানীয়দের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি