হোম > বিশ্ব > ভারত

বিজেপিকে সমর্থন করা কংগ্রেস নেতাদের পরিশুদ্ধ করা হলো ‘গঙ্গাজল-গোমূত্র’ দিয়ে

বিজেপিকে সমর্থন দেওয়ার পর একাধিক কংগ্রেস নেতাকে গঙ্গাজল ও গোমূত্র দিয়ে পরিশুদ্ধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে। একই সঙ্গে জয়পুর মিউনিসিপ্যাল করপোরেশন হেরিটেজ কার্যালয়কে দুর্নীতির দাগমুক্ত করতে এবং সেই নেতাদের ‘প্রকৃত সনাতনীতে’ রূপান্তর করতে পুরো অফিস প্রাঙ্গণে ছিটানো হয়েছে গঙ্গাজল ও গোমূত্র। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মুনেশ গুরজার নামে সেই কংগ্রেস নেতা—যিনি মিউনিসিপ্যালটির কাউন্সিলর—এবং অন্যান্য কর্মকর্তাও গঙ্গাজল ও গোমূত্রের মিশ্রণ পান করেছেন। পাশাপাশি তাঁরা এই মিশ্রণ দিয়ে নিজেদের মুখমণ্ডলও ধুয়েছেন। 

দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি জয়পুর মিউনিসিপ্যাল করপোরেশন হেরিটেজ কার্যালয়ের বর্তমান মেয়র মুনেশ গুরজারকে অপসারণ করে। পাশাপাশি তাঁর জায়গায় কুসুম যাদব নামে বিজেপির এক কাউন্সিলরকে নতুন মেয়র হিসেবে নিয়োগ দেন সাবেক মেয়র। এরপর মুনেশ গুরজারসহ আট কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেন। এরপর গত বুধবার কুসুম যাদব দায়িত্ব নেওয়ার আগে মিউনিসিপ্যাল প্রাঙ্গণ, কাউন্সিলর এবং কর্মকর্তাদের পরিশুদ্ধ করা হয়। এই পরিশুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেন বালমুকুন্দ আচার্য। 
 
বালমুকুন্দ আচার্য বিজেপি থেকে নির্বাচিত বিধায়ক। তিনি স্থানীয় হাওয়া মহল আসন থেকে বিজেপির টিকিটে প্রথমবারের মতো বিধায়ক হয়েছেন। তিনি স্থানীয়দের মাঝে জনপ্রিয় হথজ ধাম মন্দিরেরও মহন্ত হিসেবে পরিচিত। 

বালমুকুন্দ আচার্য বলেন, ‘আমরা গঙ্গাজল দিয়ে এটিকে (মিউনিসিপ্যাল প্রাঙ্গণ) পরিশুদ্ধ করেছি এবং সমস্ত অপবিত্রতা দূর করেছি এবং বৈদিক মন্ত্র পড়ে প্রার্থনা করেছি। বেহেনজি বা বোন (কুসুম যাদব) এই নবমীতে দায়িত্ব গ্রহণ করেছেন। এখন মিউনিসিপ্যাল করপোরেশনে শুদ্ধতার পরিবেশ থাকবে।’ এ সময় মেয়র নিজেও হনুমান চালিশা পাঠ এবং জয় শ্রীরাম মন্ত্রপাঠের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। 

কংগ্রেস থেকে নির্বাচিত কাউন্সিলরদের বিজেপিকে সমর্থন দেওয়ার বিষয়ে বালমুকুন্দ বলেন, ‘তাদের গঙ্গাজল পান করানো হয়েছে। সবাই গঙ্গাজল-গোমূত্র পান করেছে এবং তাদের কানে বৈদিক মন্ত্র পাঠ করা হয়েছে। এখন তাঁরা পূর্ণ সনাতনী হয়ে উঠেছেন। সনাতনী হিসেবে তাঁরা এই শহরকে সুন্দর করতে আমাদের সঙ্গে আছেন।’

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু