হোম > বিশ্ব > ভারত

উত্তর প্রদেশে মুসলমানের কাছে বাড়ি বেচায় বিক্ষোভ, ফেরত নিতে চাপ

বাড়ি ফিরিয়ে নেওয়ার দাবিতে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীরা। ছবি: এক্স

উত্তর প্রদেশের মোরাদাবাদে এক মুসলমান চিকিৎসকের কাছে ফ্ল্যাট বিক্রি করা নিয়ে আপত্তি জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা। তাঁরা রীতিমতো ব্যানার নিয়ে বিক্ষোভও করেছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দ্য ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সোসাইটি নামে ওই আবাসিক এলাকায় ডা. ইকরা চৌধুরীর কাছে বাড়ি বিক্রি করেন ডা. অশোক বাজাজ। এটি জানার পর ডা. অশোককে ওই সোসাইটির বাসিন্দারা বলেন, ‘আপনা মাকান ওয়াপিস লো’ অর্থাৎ ‘আপনার বাড়ি ফেরত নিন’।

বাড়ি ফিরিয়ে নেওয়ার দাবিতে সোসাইটির গেটের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। সোসাইটির চেয়ারম্যান অমিত ভার্মাও প্রতিবাদে যোগ দেন।

এক বিক্ষোভকারী বলেন, ‘এটি একটি হিন্দু সোসাইটি, যেখানে চার শতাধিক হিন্দু পরিবার বাস করে। আমরা চাই না অন্য কোনো সম্প্রদায়ের কেউ এখানে বসবাস করুক। আর ওই বাড়ি একটি মন্দিরের কাছে অবস্থিত।’

আরেক বাসিন্দা বলেন, মালিকানা পরিবর্তনের কারণে সোসাইটির অন্য সম্প্রদায়ের লোকেরা এসে বসবাস শুরু করবে। এভাবে তাদের সংখ্যা বাড়তে থাকলে হিন্দুদের এখান থেকে চলে যেতে হতে পারে!

এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার সিং জানান, সোসাইটির সদস্যরা বাড়ি বিক্রির বিষয়ে আপত্তি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে সর্বসম্মত ও বন্ধুত্বপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।

তবে এ বিষয়ে বিক্রেতা ও ক্রেতা কোনো মন্তব্য করেননি।

সম্প্রতি দাবি ওঠে, ভারতের সাম্ভালের শাহী জামে মসজিদের জায়গায় আগে হরিহর মন্দির ছিল। এরপর আদালতের নির্দেশে সেখানে সমীক্ষা শুরু হয়। এ নিয়ে স্থানীয় হিন্দু-মুসলিমদের মধ্যে সংঘর্ষে ছয়জনের মৃত্যুর পর সমীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। তবে এরপর খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ আজমির শরিফসহ আরও কয়েকটি মসজিদের জায়গায় আগে মন্দির ছিল এমন দাবি উঠতে শুরু করেছে। এতে দুই সম্প্রদায়ের উত্তেজনা এখন চরমে।

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত