হোম > বিশ্ব > ভারত

আসামের শিলচরে ১১ ভাষা শহীদকে স্মরণ

কলকাতা প্রতিনিধি

ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকার শিলচর শহরে ১১ ভাষা শহীদকে স্মরণ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্মরণ করা হয়। 

 ১৯৬১ সালের ১৯ মে আসাম রাজ্যের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন করেছিলেন স্থানীয় বাঙালিরা। আন্দোলন চলাকালে মিছিলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে সেদিন মোট ১১ জন শহীদ হন। তারপর শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে সরকারি ভাষার মর্যাদা লাভ করে বাংলা। প্রতিবছরই আসামের শিলচরে বিপুল উৎসাহে পালিত হয় দিনটি। এদিন শিলচরের মানুষ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করেন ভাষা শহীদদের। 

আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্যের মতে, শুধু শহীদ দিবস পালন করলেই হবে না। বাংলা ভাষাকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সঙ্গে আসাম রাজ্যে বাঙালিদের বিভিন্ন সমস্যার কথাও বলেন তিনি। 

এদিন দলমত-নির্বিশেষে সকলে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলা ভাষার প্রসার ও বিকাশের শপথ নেন। তবে সেদিনের গুলি চালানোর ঘটনাস্থল শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদদের নামে এখনো ঘোষিত না হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। ‘আমরা বাঙালি’ সংগঠনের নেতা সাধন পুরকায়স্থের অভিযোগ, অসমিয়া ও হিন্দি আধিপত্যবাদীদের চাপে বাঙালিরা এখন আসামে স্যান্ডউইচ হয়ে রয়েছেন। 

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’