হোম > বিশ্ব > ভারত

ছাগলের জন্যও ট্রেনের টিকিট কিনলেন বৃদ্ধা 

ট্রেনে উঠে ছাগলের জন্য টিকিট কিনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রশংসা কুড়িয়েছেন এক বৃদ্ধা। সামাজিক যোগাযোগমাধ্যমে এসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) অবনীশ শরণ ভিডিওটি শেয়ার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অবনীশ শরণ প্রথমে ভিডিওটি শেয়ার করেন জনপ্রিয় সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। ক্যাপশনে টিটিই লিখেন, ‘তিনি তাঁর এবং তাঁর ছাগলের জন্যও টিকিট করেছেন এবং সেটি আবারও গর্বের সঙ্গে টিটিইকে জানিয়েছেন। তাঁর হাসিটা দেখুন। এক কথায় অসাধারণ।’ পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই নারী ভারতের কোন অঞ্চলের তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভিডিওটিতে ওই নারীকে বাংলায় কথা বলতে শোনা গেছে। তাই নেটিজেনদের ধারণা, ওই নারী হয়তো পশ্চিমবঙ্গের অধিবাসী। ভিডিওটি থেকে দেখা যায়, টিটিই ওই নারীকে জিজ্ঞেস করছেন, ‘আপনি কি টিকিট করেছেন?’ জবাবে ওই নারী বলেন হ্যাঁ। পরে অন্য এক লোক টিটিইকে ওই নারীর টিকিট দেখান। টিকিট দেখার সময় হঠাৎ টিটিইর নজরে আসে ওই নারীর পাশে একটি ছাগলও রয়েছে।

পরে টিটিই ওই নারীকে জিজ্ঞেস করেন তিনি ছাগলের টিকিট করেছেন কিনা। জবাবে ওই নারী জিজ্ঞেস করেন, ‘ছাগল কা ভি টিকিট হ্যায় (ছাগলেরও টিকিট আছে)?’ পরে ওই নারী নিজেই আবার জানান, তাঁর কাছে ছাগলেরও টিকিট আছে।

এদিকে বৃদ্ধার এই সততায় মুগ্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। এক্সে অবনীশ শরণের পোস্টের নিচে অনেকেই সেই বৃদ্ধার সততার প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী ওই নারীর হাসির প্রশংসা করে বলেছেন, ‘নিঃসন্দেহে তাঁর হাসিই সবকিছু বলে দিচ্ছে।’

অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি কতটা সৎ তার একটি উদাহরণ এই ভিডিও। জাতির এমন মানুষই দরকার।’

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত