হোম > বিশ্ব > ভারত

পাকিস্তানে গিয়ে জাভেদ আখতারের মতো বুকের পাটা দেখান, বিজেপিকে উদ্ধব ঠাকরে 

পাকিস্তানে গিয়ে মুম্বাই হামলার নিন্দা করে কট্টরপন্থীদের প্রশংসায় ভাসছেন কবি ও গীতিকার জাভেদ আখতার। লাহোরে এক অনুষ্ঠানে তিনি বলেন, অপরাধীরা পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। এমন সাহসী বক্তব্যের প্রশংসায় পঞ্চমুখ সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, দলের পক্ষ থেকে এ বিষয়ে এক বিবৃতিও প্রদান করা হয়েছে। এতে বিজেপিকে কটাক্ষ করে বলা হয়, একজন প্রকৃত দেশপ্রেমিকই এমন কাজ করতে পারেন। জাভেদ আখতারের বুকের পাটা আছে, যা বিজেপির নেই। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি শুধু বড় বড় কথাই বলে। 

এদিকে জাভেদ আখতারের বক্তব্য কয়েক দিন ধরে ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানে বসেই পাকিস্তানের সমালোচনা করে প্রশংসার পাত্র যেমন হয়েছেন জাভেদ, তেমনই গীতিকারের ওপর বেজায় চটেছেন পাকিস্তানি শিল্পীরা। 

এ বিষয়ে জনপ্রিয় শিল্পী ও অভিনেতা আলি জাফর ইনস্টাগ্রামে লিখেছেন ‘আমি একজন গর্বিত পাকিস্তানি এবং স্বাভাবিকভাবেই নিজের দেশ বা জনগণের বিরুদ্ধে কোনো বিস্ফোরক বক্তব্যকে প্রশংসা করব না। আমরা সকলেই জানি যে পাকিস্তান সন্ত্রাসবাদের কারণে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই ধরনের সংবেদনশীল এবং অযাচিত মন্তব্য অনেক মানুষের অনুভূতিকে গভীরভাবে আঘাত করতে পারে।’ 

উল্লেখ্য, কয়েক দিন আগে পাকিস্তানের লাহোরে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন জাভেদ আখতার। অনুষ্ঠানে এক ব্যক্তি জাভেদকে বলেন, ‘আপনি দেশে গিয়ে পাকিস্তান সম্পর্কে কী বলবেন? বলবেন, পাকিস্তানের মানুষ শুধু আমাদের ওপর বোমাই ফেলে না, ওরা ফুল-মালা দিয়ে আমাদের অভ্যর্থনাও করে।’ তাঁর কথার উত্তরে জাভেদ বলেন, ‘২৬/১১ হামলাকারীরা নরওয়ে বা মিসর থেকে আসেনি। তারা এখনো এই পাকিস্তানে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এটি নিয়ে যদি হিন্দুস্তানিদের মনে কোনো অভিযোগ থাকে, তাহলে আপনাদের খারাপ লাগা উচিত নয়।’ 

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়