হোম > বিশ্ব > ভারত

মণিপুরে ধর্ষণের পর নারীদের নগ্ন করে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৪ 

ভারতের মণিপুর রাজ্যে সংঘবদ্ধ ধর্ষণের পর দুই নারীকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় ৪ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা সংঘটিত হওয়ার প্রায় ৭৭ দিন পেরিয়ে যাওয়ার পর অভিযুক্তদের কয়েকজনকে গ্রেপ্তার করল পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত ৩ মে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী মেইতেইকে তফসিলি আদিবাসী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বিক্ষোভের সূত্র ধরে রাজ্যটিতে কুকি সম্প্রদায়ের সঙ্গে জাতিগত সংঘাতে জড়িয়ে পড়ে মেইতেইরা। জাতিগত সংঘাত শুরুর মাত্র এক দিন পর এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

পরে গত বুধবার ঘৃণ্য এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বিষয়টি দৃষ্টি কাড়ে আন্তর্জাতিক মহলেরও। ভিডিও সামনে আসার পর সচল হয় পুলিশও। ভিডিও ভাইরাল হওয়ার একদিনের মাথায় গতকাল বৃহস্পতিবার একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিনই আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

থৈবাল শহরের বাসিন্দা হেইরুম হেরা দাস (৩২) বুধবার প্রথম গ্রেপ্তার হন। পরে বৃহস্পতিবার এক টুইট বার্তায় মণিপুর পুলিশ জানায়, ‘নংপোক সেকমাই থানার অধীনে অপহরণ এবং গণধর্ষণের মামলায় আরও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশ যত দ্রুত সম্ভব অন্য অপরাধীদের গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।’ গ্রেপ্তারকৃত বাকি তিনজনের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। 

পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার ওই দুই নারী মূলত তাঁদের পরিবারের সঙ্গে পালিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে একদল লোক খবর পায় যে তাদের গোষ্ঠীর দুই নারী ধর্ষিত হয়েছেন এবং তাঁদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরে বিষয়টির সত্যাসত্য যাচাই না করেই ওই দলটি পালিয়ে যাওয়া পরিবারের পিছু ধাওয়া করে। 

পুলিশ আরও জানিয়েছে, ওই দলটির পাঁচ সদস্যের মধ্যে দুজন পুরুষ এবং তিনজন নারী। দুজন পুরুষের মধ্যে একজনের বয়স ৫৬ বছর, তাঁর ছেলের বয়স ১৯ বছর। তাঁর মেয়ের বয়স ২১ বছর। এ ছাড়া অন্য দুই নারীর বয়স যথাক্রমে ৪২ ও ৫২ বছর। পুলিশের দায়ের করা এফআইআরে বলা হয়েছে, দলটি যখন বলের দিকে যাচ্ছিল তখন তাদের সঙ্গে নংপোক সেকমাই পুলিশ স্টেশনের কয়েক সদস্যের দেখা হয়। 

সেকমাই পুলিশ স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাঁচজনের ওই দলটিকে দেখতে পায় প্রায় ৮০০ থেকে হাজারজনের একদল জনতা। পরে তারা পুলিশের কাছ থেকে ওই পাঁচজনকে ছিনিয়ে নিয়ে যায়। সে সময় জনতার হাত থেকে বোনকে বাঁচানোর চেষ্টা করলে ১৯ বছর বয়সী ভাইকে হত্যা করা হয়।  

পুলিশ ভুক্তভোগীদের আত্মীয়দের অভিযোগের বরাত দিয়ে জানিয়েছে, তিন নারীর মধ্য থেকে একজনকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে।

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত