হোম > বিশ্ব > ভারত

এমপি পদের পর সরকারি বাসভবনও ফিরে পেলেন রাহুল

লোকসভার সদস্যপদ ফিরে পাওয়ার একদিন পর দিল্লির সরকারি বাসভবনও ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার হাউস কমিটি দিল্লিতে অবস্থিত তুঘলক লেনের পুরোনো বাসভবন রাহুল গান্ধীর জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানহানির অভিযোগে করা মামলায় দুই বছর কারাদণ্ড পাওয়ার পর রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ বাতিল হয়ে যায়। এরপর গত ২৭ মার্চ তাঁকে সরকারি বাংলোও ছাড়তে বলা হয়।

গত মার্চে ওই মামলায় গুজরাট রাজ্যের সুরাটের ম্যাজিস্ট্রেট আদালতে দোষী সাব্যস্ত হয়ে লোকসভার পদ হারান রাহুল গান্ধী। পরে তিনি প্রটোকল মেনেই এপ্রিলে নিজের সরকারি বাসভবন ত্যাগ করেন। এর আগে তাঁকে সরকারি বাসভবন খালি করার জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়। 

রাহুল গান্ধী ২০০৫ সাল থেকে ওই বাসভবনে বসবাস করছিলেন। সরকারি বাসভবন ত্যাগ করার সময় রাহুল গান্ধী বলেছিলেন, তাঁকে সত্য কথা বলার শাস্তি দেওয়া হচ্ছে। ভারতের জনগণ তাঁকে যে বাসভবন দিয়েছে তা ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই তিনি আর এখানে থাকবেন না। 

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারতে নীরব মোদি ও লোলিত মোদিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে ‘মোদি’ পদবিধারী কয়েকজনের নাম উঠে আসে। ২০১৯ সালে এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধী দুর্নীতিতে জড়িত এই পদবিধারীদের দিকে ইঙ্গিত করেন। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপমান হয়েছে অভিযোগ করে গত ২৩ মার্চে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন গুজরাটের এক বিজেপি নেতা।

সুরাটের নিম্ন আদালতে করা ওই মামলার সেই রায়ে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রায়ের এক দিন পরেই সংসদ সদস্য পদ হারান কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। যদিও সাজা শোনানোর পরই রাহুলকে ৩০ দিনের জন্য শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল, এই ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ পাবেন রাহুল। 

পরে রাহুল গান্ধী ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানে রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল করেন। গত ৪ আগস্ট সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেন। সেই আদেশের পর রাহুল গান্ধী লোকসভা সদস্যপদ ফিরে পান।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে