হোম > বিশ্ব > ভারত

আল–কায়েদা ও এবিটি সক্রিয় আসামে, দাবি রাজ্য পুলিশের

কলকাতা প্রতিনিধি

আল-কায়েদা, আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) মতো আন্তর্জাতিক জঙ্গি দলগুলো ভারতের আসাম রাজ্যে বেশ সক্রিয় বলে দাবি করেছে আসাম পুলিশ। এরই মধ্যে অন্তত ৩৬ জনকে ‘জিহাদি’ হওয়ার অভিযোগে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন আসামের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত। 

গতকাল রোববারও আসামের বরপেটা জেলার সরবোগের বাইকুমারি থেকে আকবর আলি ও আবুল করিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আল-কায়েদা (ভারতীয় উপমহাদেশ–একিউআইএস) এবং এবিটির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সোমবার তাঁদের আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালত। 

তবে রাজ্যের বিরোধী দল কংগ্রেসের বিধায়ক আবদুর রশিদ মণ্ডলের দাবি অন্যরকম। তাঁর দাবি, গরু চোর-মুরগি চোরদের জঙ্গি বলে পুলিশ গ্রেপ্তার করছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, আটককৃতরা পুলিশের কাছে তাদের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাঁর পরিষ্কার হুঁশিয়ারি, ‘আসামের মাটি ব্যবহার করে যেকোনো সন্ত্রাসী কাজকর্ম বন্ধ করতে বদ্ধ পরিকর সরকার।’ 

রাজ্য পুলিশের মহাপরিচালকও দাবি করেছেন, বিদেশি চক্রান্ত রুখতে রাজ্যে পুলিশ সক্ষম। তাই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবে বলেও তিনি সাংবাদিকদের সামনে দাবি করেন। ইতিমধ্যেই রাজ্যে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর নানাবিধ বিধিনিষেধ চাপিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে আটকৃতদের জেরা করে একিউআইএস বা এবিটিকে নির্মূল করতেও পুলিশ সক্রিয় বলেও ডিজি জানিয়েছেন। 

পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, গোটা ঘটনার তদন্তের ভারত ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএকে দিতে হবে। 

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত