হোম > বিশ্ব > ভারত

তেলেঙ্গানায় যৌনপল্লি চালানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার

হায়দরাবাদ পুলিশের কয়েকজন সদস্য। ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানায় যৌনপল্লি চালানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদ পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের একটি দল গতকাল শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।

হায়দরাবাদ পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট গতকাল শনিবার তেলেঙ্গানার হায়দরাবাদের নিকটবর্তী এলাকা লাকড়ি কা পুল থেকে তাদের গ্রেপ্তার করে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ স্থানীয় হোটেল অক্ষয়ে অভিযান চালিয়ে ২৭ বছর বয়সী এক খদ্দেরকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ২০,২১ ও ২২ বছর বয়সী তিন ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। তাদের আদি নিবাস যথাক্রমে পশ্চিমবঙ্গ, আসাম ও হায়দরাবাদ।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশি নাগরিক সেলিম মণ্ডল (৩৬) এবং তাঁর স্ত্রী মারিয়া ইমচেন হায়দরাবাদের নরসিংগির এলাকার একটি অত্যাধুনিক অ্যাপার্টমেন্টে থাকতেন এবং সেখানে থেকেই হোটেলের ১০৪ এবং ২০৪ নম্বর কামরা দেহব্যবসার একটি চক্র পরিচালনা করতেন।

পুলিশ আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে নারী পাচারকারী নেটওয়ার্কের মূল হোতা সুমন কুমার গুরু ওরফে রবি কুমারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযানে অল্প পরিমাণ গাঁজা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সাইফাবাদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার