হোম > বিশ্ব > ভারত

ভারতে ট্রেন দুর্ঘটনা: ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে নিহতদের পরিবার 

ভারতের ওডিশা রাজ্যের বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার। গুরুতর আহতদের দেওয়া হবে জনপ্রতি ২ লাখ টাকা করে। জনপ্রতি ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন অল্প আঘাত পাওয়া যাত্রীরাও। গতকাল শুক্রবার রাতে টুইট করে এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে এসব তথ্য জানান দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তা ছাড়া গতকাল রাতেই রেলমন্ত্রী ওডিশার বালেশ্বরে ঘটনাস্থলে যাচ্ছেন বলেও জানিয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে গেছেন রেল বোর্ডের চেয়ারম্যান অনিলকুমার লাহোটি।

দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে বলেছেন, ‘ওডিশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। পরিস্থিতি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছি।’

এ নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। টুইটে তিনি লেখেন, ‘ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ) ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। অন্যান্য দলও উদ্ধারকাজে ছুটে গেছে।’

আনন্দবাজার জানিয়েছে, এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পশ্চিমবঙ্গেরও অনেক যাত্রী রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ‘নবান্ন’ থেকে ইতিমধ্যে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে বালেশ্বরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওডিশা সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে উদ্ধারকাজ চলবে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় ২৩ কামরার করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি একটি মালগাড়িতে ধাক্কা দেয় এবং ট্রেনটির ইঞ্জিন মালগাড়ির ওপর উঠে যায়। এতে প্রথম তিনটি বাদে করমণ্ডল এক্সপ্রেসের বাকি সব কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। আহত হয়েছেন ৯০০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি