হোম > বিশ্ব > ভারত

বিশ্বে ধনকুবেরের তালিকায় তৃতীয় গৌতম আদানি

মাত্র কয়েক বছর আগেও ভারতের বাইরে খুব কম লোকই গৌতম আদানির নাম শুনেছে। সেই আদানি, যিনি কিনা প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করতে পারেননি, এবার তিনিই হয়ে গেলেন বিশ্বের তৃতীয় ধনকুবের। শুধু ভারত নয়, গোটা এশিয়ার মধ্যে এই প্রথম এমন নজির গড়লেন আদানি। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ভারতের বৃহত্তম বন্দর নিয়ন্ত্রক সংস্থা আদানি গ্রুপের সহপ্রতিষ্ঠাতা গৌতম আদানি। আদানি গ্রুপ দেশটির সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী সংস্থা ও বিদ্যুৎ সরবরাহকারী। 

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন ভারতীয় শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। টেসলা সিইও ইলন মাস্ক ও আমাজনের সিইও জেফ বেজোসের পরেই এখন গৌতমের নাম। 

ব্লুমবার্গ বিলিয়নিয়ার জানিয়েছে, ৬০ বছর বয়সী ভারতীয় শিল্পপতি গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। টেসলার সিইও ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আর আমাজনের সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। 
 
এই প্রথম কোনো এশিয়ান ব্যক্তি বিশ্বের সেরা ধনীর তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানি অথবা চিনের আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাও শীর্ষ ধনীর তালিকায় প্রথম তিনে পৌঁছাতে পারেননি। 

ভারতের বৃহত্তম বন্দর অপারেটর আদানি গ্রুপের সহপ্রতিষ্ঠাতা গৌতম আদানি। এই সংস্থা দেশটির সব থেকে বড় কয়লা ব্যবসায়ী। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত আদানি গ্রুপ ৫৩০ কোটি মার্কিন ডলার রাজস্ব আদায় করেছে বলে জানা গেছে। গত সপ্তাহেই ভারতের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভির ২৯ শতাংশ অংশীদারত্ব অর্জনের কথা ঘোষণা করেছিল আদানি গ্রুপ। তবে এনডিটিভির পক্ষ থেকে জানানো হয়, শেয়ারবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া শেয়ার কেনার চুক্তিটি সম্পন্ন করতে পারবে না আদানি গ্রুপ। 

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার