হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে বাড়ছে ডেঙ্গু, আসামে এনসেফালাইটিস 

কলকাতা প্রতিনিধি

করোনাভাইরাস মহামারির পরিস্থিতির মধ্যেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। প্রতিবেশী বাংলাদেশের সীমান্তবর্তী আরেক রাজ্যে আসামেও বাড়ছে জাপানি এনসেফালাইটিসের সংক্রমণ। সব মিলিয়ে ডেঙ্গু এবং এনসেফালাইটিসে নাকাল ভারতের এই দুই রাজ্য। 

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া তথ্য থেকে জানা গেছে, কলকাতায় গত ৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৪ জন। গত বৃহস্পতিবার এক কিশোরের মৃত্যুও হয় মশাবাহিত এই রোগে। অথচ এর আগের বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৪৫৭। 

এদিকে, পশ্চিমবঙ্গের ডেঙ্গুর মতোই আসামে দাপট বেড়েছে জাপানি এনসেফেলাইটিসের। গত জুলাই মাস থেকে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। এখনো আক্রান্ত হয়ে রয়েছেন ৩৪৭ জন। গত বছর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এই এনসেফালাইটিসে মৃতের সংখ্যা ছিল ৪০ জন। 

এই দুই রাজ্যে ডেঙ্গু বা এনসেফেলাইটিস বেশ উদ্বেগ ছড়ালেও এর মধ্যে কিছুটা স্বস্তি দিচ্ছে কোভিড পরিস্থিতি। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৩৯ জনে। এই সময়ে মারা গেছেন অন্তত ২ জন। একই সময়ে ভারতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ১৬৭ জন। এবং গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। 

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র