হোম > বিশ্ব > ভারত

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত: জেডি ভ্যান্স

আজকের পত্রিকা ডেস্ক­

নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর পরিবারের সদস্যরা। ছবি: আনাদোলু

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ মঙ্গলবার ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কনীতির প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে এই বড় খবর দিলেন জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, তাঁর দেশ এবং ভারত একটি বাণিজ্য চুক্তির শর্তাবলি চূড়ান্ত করেছে। এর আগের দিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। ভ্যান্স গতকাল সোমবারই রাষ্ট্রীয় সফরে দিল্লিতে পৌঁছান।

জেডি ভ্যান্স বলেন, ‘আমাদের প্রশাসন ন্যায্যতা এবং অভিন্ন জাতীয় স্বার্থের ভিত্তিতে বাণিজ্য অংশীদার খোঁজে।’ তিনি জানান, আমেরিকা এমন বিদেশি অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়তে চায় যারা তাদের শ্রমিকদের সম্মান করে। যারা রপ্তানি বাড়াতে শ্রমিকদের মজুরি কমিয়ে দেয় না, বরং তাদের শ্রমের মূল্যকে সম্মান জানায়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘আমরা এমন অংশীদার চাই, যারা আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে জিনিস তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু অন্যের পণ্য আমদানি বা রপ্তানির মাধ্যম হতে চায় না।’

সবশেষে তিনি বলেন, ‘আমেরিকা এমন মানুষ ও দেশের সঙ্গে অংশীদার হতে চায়, যারা বর্তমান মুহূর্তের ঐতিহাসিক গুরুত্ব বোঝে। যারা সম্পূর্ণ নতুন কিছু গড়তে একত্র হওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে। এটি হবে একটি ভারসাম্যপূর্ণ, উন্মুক্ত, স্থিতিশীল এবং ন্যায্য বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা’।

ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন অংশীদার দেশগুলোর সরকারকে হয়তো আমেরিকার মতো সবকিছু করতে হবে না। তবে তাদের কিছু অভিন্ন লক্ষ্য থাকতে হবে।’ ভারতের সঙ্গে এই অভিন্ন লক্ষ্যগুলো অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা—উভয়ের সঙ্গেই সম্পর্কিত বলে তিনি উল্লেখ করেন।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ