হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরার বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় নেই সাবেক মুখ্যমন্ত্রী মানিক

কলকাতা প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে রেখে প্রার্থী তালিকা দেওয়া হয়েছে। এই তালিকায় নেই সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেতা মানিক সরকারের নাম।

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে বুধবার রাতে বামপন্থী দলগুলো তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করে। তবে সিপিএমের দেওয়া তালিকায় নাম নেই টানা ২০ বছর ধরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে থাকা ৭৪ বছরের মানিক সরকারের। প্রবীণ এই কমিউনিস্ট নেতা ভোটে না দাঁড়ালেও উন্নয়নমুখী দক্ষ সরকার গঠনে প্রচার চালাবেন বলে জানিয়েছেন।

৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় এবার ৪৩টি আসনে লড়ছে সিপিএম। ত্রিপুরায় বিজেপিকে হারাতে কংগ্রেসের সঙ্গে জোট করেছে বাম দলগুলো। বামেদের প্রার্থী তালিকায় মানিক সরকার ছাড়াও তাঁর মন্ত্রিসভারই ৫ সাবেক সদস্যসহ বর্তমান বিধানসভার মোট ৮ জন সদস্যকে এবার টিকিট দেয়নি সিপিএম।

এদিকে বাম নেতৃত্বের এই পদক্ষেপে ভোটের আগেই বিজেপি বিরোধী লড়াই কিছুটা দুর্বল হয়ে পড়ল বলে কংগ্রেস নেতৃত্বের একাংশের মত। তবে সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী জানান, পলিটব্যুরোর সদস্য মানিক সরকারসহ বাকিদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই চলবে দল।

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত