হোম > বিশ্ব > ভারত

এক দিনে এয়ার ইন্ডিয়ার ৫টি ড্রিমলাইনার ফ্লাইট বাতিল

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনার পর যাত্রী পরিবহনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়াকে। প্রযুক্তিগত ত্রুটিসহ অন্য কারণ দেখিয়ে একের পর এক ফ্লাইট তারা বাতিল করছে বলে জানিয়েছে এনডিটিভি।

আজ মঙ্গলবার এক দিনেই ভারতীয় বিমান পরিবহন সংস্থাটির পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলোর মধ্যে দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটও আছে।

আরও আছে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে যাওয়া ফ্লাইটও। ১২ জুন এই পথেই যাত্রা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ মডেলের একটি উড়োজাহাজ।

আজ এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, ‘ফ্লাইট ছাড়ার আগে বাধ্যতামূলক কিছু পরীক্ষায় সমস্যা ধরা পড়ায় দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এর ফলে প্যারিস থেকে দিল্লিগামী ফিরতি ফ্লাইট, যা আগামীকাল বুধবার ছাড়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।’

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এয়ার ইন্ডিয়া তাদের বিবৃতিতে বলেছে, ‘যাত্রীদের ভোগান্তির জন্য আমরা দুঃখিত। বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তাঁদের হোটেলে থাকার ব্যবস্থা করছি।

‘এ ছাড়া যাত্রীরা যদি ফ্লাইট বাতিল করতে চান, তাহলে তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দিচ্ছি বা বিনা খরচে তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছি।’

এয়ার ইন্ডিয়ার দিল্লি-প্যারিসগামী ফ্লাইট বাতিলের কয়েক ঘণ্টা আগে আহমেদাবাদ থেকে লন্ডন অভিমুখী ফ্লাইট বাতিল করা হয়।

এর কারণ হিসেবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আকাশপথের ওপর বিধিনিষেধ এবং অতিরিক্ত সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

পাঁচ দিন আগে গত বৃহস্পতিবার আহমেদাবাদ-লন্ডনমুখী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

একজন বাদে সেটিতে সওয়ার ২৪১ জন আরোহীর সবাই সেদিন প্রাণ হারান। এ ছাড়া আহমেদাবাদ শহরের যে এলাকায় সেটি আছড়ে পড়েছিল, সেখানে অবস্থানরত ৩৩ জনও এই দুর্ঘটনায় নিহত হন।

দুর্ঘটনার পর এই কয়েক দিনে ভারতের উদ্দেশে যাত্রা করা তিনটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার যাত্রা শুরুর পরপরই নিজ নিজ বিমানবন্দরে ফিরে যায়। ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা ও এয়ার ইন্ডিয়া ওই ফ্লাইটগুলো পরিচালনা করেছিল।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত