হোম > বিশ্ব > ভারত

ভারতের গুজরাটে ৩ নারীসহ সাত বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার 

ভারতের গুজরাটে অবৈধ অভিবাসনের অভিযোগে ৩ নারীসহ সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা সুরাটের বিভিন্ন স্পা সেন্টারে কাজ করতেন এবং যৌনব্যবসার সঙ্গে জড়িত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সুরাট পুলিশের অপরাধ প্রতিরোধ শাখা এবং বিশেষ অভিযান শাখা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুরাটের উধনা এলাকায় অভিযান চালায় এবং ওই সাতজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় ওই সাতজনের কাছ থেকে ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাঁরা বিগত দুই বছর ধরে সুরাটে বসবাস করছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাতজনের মধ্যে বাকিদের ভারতে নিয়ে গিয়ে কাজ দেওয়া এক এজেন্টও রয়েছেন। ওই ব্যক্তি বাকি ছয়জনের কাছ থেকে ৯০ হাজার রুপি করে নিয়েছিলেন ভারতে নিয়ে গিয়ে কাজ দেওয়ার বিনিময়ে।

স্থানীয় পুলিশের পরিদর্শক আর এস সুবেরা বলেন, ‘গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসী। ওই এজেন্ট এসব ব্যক্তির আর্থিক দুরবস্থার কথা জানতেন এবং পরে তিনি এসব ব্যক্তির পরিবারকে সুরাটে পাঠাতে প্রলুব্ধ করেন।’ তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা প্রথমে সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পরে সেখান থেকে ট্রেনযোগে আসেন সুরাটে।

গ্রেপ্তারের সময় পুলিশ ওই সাতজনের কাছ থেকে ভুয়া ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জন্মনিবন্ধন সনদসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে