হোম > বিশ্ব > ভারত

ভারতের গুজরাটে ৩ নারীসহ সাত বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার 

ভারতের গুজরাটে অবৈধ অভিবাসনের অভিযোগে ৩ নারীসহ সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা সুরাটের বিভিন্ন স্পা সেন্টারে কাজ করতেন এবং যৌনব্যবসার সঙ্গে জড়িত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সুরাট পুলিশের অপরাধ প্রতিরোধ শাখা এবং বিশেষ অভিযান শাখা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুরাটের উধনা এলাকায় অভিযান চালায় এবং ওই সাতজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় ওই সাতজনের কাছ থেকে ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাঁরা বিগত দুই বছর ধরে সুরাটে বসবাস করছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাতজনের মধ্যে বাকিদের ভারতে নিয়ে গিয়ে কাজ দেওয়া এক এজেন্টও রয়েছেন। ওই ব্যক্তি বাকি ছয়জনের কাছ থেকে ৯০ হাজার রুপি করে নিয়েছিলেন ভারতে নিয়ে গিয়ে কাজ দেওয়ার বিনিময়ে।

স্থানীয় পুলিশের পরিদর্শক আর এস সুবেরা বলেন, ‘গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসী। ওই এজেন্ট এসব ব্যক্তির আর্থিক দুরবস্থার কথা জানতেন এবং পরে তিনি এসব ব্যক্তির পরিবারকে সুরাটে পাঠাতে প্রলুব্ধ করেন।’ তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা প্রথমে সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পরে সেখান থেকে ট্রেনযোগে আসেন সুরাটে।

গ্রেপ্তারের সময় পুলিশ ওই সাতজনের কাছ থেকে ভুয়া ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জন্মনিবন্ধন সনদসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত