হোম > বিশ্ব > ভারত

ভারতের গুজরাটে ৩ নারীসহ সাত বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার 

ভারতের গুজরাটে অবৈধ অভিবাসনের অভিযোগে ৩ নারীসহ সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা সুরাটের বিভিন্ন স্পা সেন্টারে কাজ করতেন এবং যৌনব্যবসার সঙ্গে জড়িত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সুরাট পুলিশের অপরাধ প্রতিরোধ শাখা এবং বিশেষ অভিযান শাখা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুরাটের উধনা এলাকায় অভিযান চালায় এবং ওই সাতজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় ওই সাতজনের কাছ থেকে ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাঁরা বিগত দুই বছর ধরে সুরাটে বসবাস করছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাতজনের মধ্যে বাকিদের ভারতে নিয়ে গিয়ে কাজ দেওয়া এক এজেন্টও রয়েছেন। ওই ব্যক্তি বাকি ছয়জনের কাছ থেকে ৯০ হাজার রুপি করে নিয়েছিলেন ভারতে নিয়ে গিয়ে কাজ দেওয়ার বিনিময়ে।

স্থানীয় পুলিশের পরিদর্শক আর এস সুবেরা বলেন, ‘গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসী। ওই এজেন্ট এসব ব্যক্তির আর্থিক দুরবস্থার কথা জানতেন এবং পরে তিনি এসব ব্যক্তির পরিবারকে সুরাটে পাঠাতে প্রলুব্ধ করেন।’ তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা প্রথমে সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পরে সেখান থেকে ট্রেনযোগে আসেন সুরাটে।

গ্রেপ্তারের সময় পুলিশ ওই সাতজনের কাছ থেকে ভুয়া ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জন্মনিবন্ধন সনদসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত