হোম > বিশ্ব > ভারত

গুজরাট বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা 

কলকাতা প্রতিনিধি

ঘোষণা করা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন তারিখ। রাজ্যটিতে আগামী ১ ও ৫ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে। এরপর আগামী ৮ ডিসেম্বর আরেক রাজ্য হিমাচল প্রদেশের সঙ্গে একসঙ্গে ভোট গণনা। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই নির্বাচনের দিন–তারিখ ঘোষণা করেন।

হিমাচল প্রদেশের মতো গুজরাটও বিজেপির নেতৃত্বাধীন সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজের রাজ্য গুজরাটে টানা ২৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। গতবার অবশ্য শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বিরোধীরা তবে তাতে ফলাফলের খুব বেশি হেরফের হয়নি। তবে এবার কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টিও লড়ছে বিজেপির বিরুদ্ধে। এদিকে, বিরোধী দলগুলো নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে না পারায় ভোট ভাগাভাগির কারণে বিজেপি এগিয়ে রয়েছে বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

গুজরাটের মরবিতে ঝুলন্ত সেতু ভেঙে শতাধিক মানুষের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ভোটের দামামা বেজে গেল গুজরাটে। দুই দফায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। আসন্ন নির্বাচনে মরবির সেতু ভেঙে পড়া বিষয়টি একটি বড় ইস্যু হতে চলেছে। সেই সঙ্গে কংগ্রেস সরকারি চাকরিতে স্থায়ী করার পাশাপাশি বৃদ্ধদের ভাতা চালুর প্রতিশ্রুতি দিচ্ছে। আম আদমি পার্টির প্রতিশ্রুতি, স্বচ্ছ প্রশাসন। বিপরীতে বিজেপি উন্নয়নের পাশাপাশি অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে।

এখন দেখার বিষয়, ভোটাররা কোন প্রতিশ্রুতিতে প্রভাবিত হন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে গুজরাট নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদি ও অমিত শাহের জন্য এই নির্বাচন ‘প্রেস্টিজ ফাইটও’। তাই সবার নজর এখন গুজরাটের দিকে। এদিকে আজ বৃহস্পতিবার ভারতের ৬ রাজ্যের ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটকে ঘিরে অশান্তির বড় কোনো খবর নেই। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি