হোম > বিশ্ব > ভারত

গুজরাট বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা 

কলকাতা প্রতিনিধি

ঘোষণা করা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন তারিখ। রাজ্যটিতে আগামী ১ ও ৫ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে। এরপর আগামী ৮ ডিসেম্বর আরেক রাজ্য হিমাচল প্রদেশের সঙ্গে একসঙ্গে ভোট গণনা। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই নির্বাচনের দিন–তারিখ ঘোষণা করেন।

হিমাচল প্রদেশের মতো গুজরাটও বিজেপির নেতৃত্বাধীন সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজের রাজ্য গুজরাটে টানা ২৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। গতবার অবশ্য শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বিরোধীরা তবে তাতে ফলাফলের খুব বেশি হেরফের হয়নি। তবে এবার কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টিও লড়ছে বিজেপির বিরুদ্ধে। এদিকে, বিরোধী দলগুলো নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে না পারায় ভোট ভাগাভাগির কারণে বিজেপি এগিয়ে রয়েছে বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

গুজরাটের মরবিতে ঝুলন্ত সেতু ভেঙে শতাধিক মানুষের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ভোটের দামামা বেজে গেল গুজরাটে। দুই দফায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। আসন্ন নির্বাচনে মরবির সেতু ভেঙে পড়া বিষয়টি একটি বড় ইস্যু হতে চলেছে। সেই সঙ্গে কংগ্রেস সরকারি চাকরিতে স্থায়ী করার পাশাপাশি বৃদ্ধদের ভাতা চালুর প্রতিশ্রুতি দিচ্ছে। আম আদমি পার্টির প্রতিশ্রুতি, স্বচ্ছ প্রশাসন। বিপরীতে বিজেপি উন্নয়নের পাশাপাশি অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে।

এখন দেখার বিষয়, ভোটাররা কোন প্রতিশ্রুতিতে প্রভাবিত হন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে গুজরাট নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদি ও অমিত শাহের জন্য এই নির্বাচন ‘প্রেস্টিজ ফাইটও’। তাই সবার নজর এখন গুজরাটের দিকে। এদিকে আজ বৃহস্পতিবার ভারতের ৬ রাজ্যের ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটকে ঘিরে অশান্তির বড় কোনো খবর নেই। 

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার