হোম > বিশ্ব > ভারত

সুন্দর পিচাইয়ের স্মৃতিবিজড়িত বাড়ি বেচতে গিয়ে ভেঙে পড়লেন বাবা

ভারতের চেন্নাইয়ে অবস্থিত পারিবারিক বাড়িটি বিক্রি করে দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। এ বাড়িতেই শৈশব কৈশোর কেটেছে পিচাইয়ের। স্মৃতি বিজড়িত বাড়িটি হস্তান্তরের সময় তাঁর বাবা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলে জানা গেছে। 

হিন্দু বিজনেস লাইনের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তামিল সিনেমার অভিনেতা এবং প্রযোজক সি মনিকানন্দন পিচাইয়ের ওই পৈতৃক বাড়ি কিনে নিয়েছেন। চেন্নাইয়ের অশোক নগরে অবস্থিত এই বাড়িটি এখন মনিকানন্দনের প্রধান সম্পত্তি হিসেবেই গণ্য হবে। 

জানা গেছে, কিছুদিন ধরেই কেনার জন্য একটি বাড়ি খুঁজছিলেন মনিকানন্দন। এর মধ্যেই খবর পান যে বাড়িটিতে গুগলের সিইও সুন্দর পিচাই বড় হয়েছেন সেই বাড়িটি বিক্রি হবে। সঙ্গে সঙ্গেই বাড়িটি কিনে ফেলার সিদ্ধান্ত নেন মনিকানন্দন। 

বাড়ি কেনার বিষয়ে মনিকানন্দন বলেন, ‘সুন্দর পিচাই আমাদের দেশকে গর্বিত করেছে। আর তার বাড়িটি কিনতে পারা আমার জন্যও এক গর্বিত অর্জন।’ 

তিনি জানান, বাড়ি কিনতে গিয়ে পিচাইয়ের বাবা-মায়ের নম্র আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে। পিচাইয়ের মা নিজ হাতে তাকে কফি বানিয়ে দিয়েছেন। 

মনিকানন্দন বলেন, ‘বাড়ির কাগজপত্র হস্তান্তরের সময় তাঁর (পিচাই) বাবা আমার জন্য নিবন্ধন অফিসে কয়েক ঘণ্টা অপেক্ষা করেন এবং প্রয়োজনীয় সব খাজনা পরিশোধ করেন।’ 

মনিকানন্দন জানান, কাগজপত্র হস্তান্তরের সময় ভেঙে পড়েছিলেন পিচাইয়ের বাবা। অন্তত কয়েক তীব্র আবেগাপ্লুত ছিলেন তিনি। 

চেন্নাইয়ে বড় হওয়া পিচাই আইআইটি খড়গপুরের শিক্ষার্থী ছিলেন। ১৯৮৯ সালে ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য আমেরিকায় পাড়ি জমান তিনি। 

প্রতিবেশী একজন জানান, ২০ বছর বয়স পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন পিচাই। গত ডিসেম্বরে বাড়িটিতে এসে নিরাপত্তারক্ষীদের টাকা-পয়সা সহ নানা উপহার সামগ্রী দেন তিনি। এ ছাড়া পরিবারের সদস্যদের নিয়ে বাড়িটির বারান্দায় একটি ছবিও তোলেন।

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি