হোম > বিশ্ব > ভারত

জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

কলকাতা প্রতিনিধি  

প্রতীকী ছবি

উত্তর প্রদেশের মৈনপুরী জেলার বেওয়ার থানার কাছে জিটি রোড হাইওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় একজন কিশোরী গুরুতর আহত হয়েছে। একটি জন্মদিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো দীপক (৩৬), তাঁর স্ত্রী পূজা (৩৪), কন্যা আশী (৯), পুত্র আর্য (৪) ও দীপকের দিদি সুজাতা (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত কিশোরীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার পর হাইওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত ব্যক্তিদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ। ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক। পুলিশ চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীপকের পরিবার ছিল সদা হাসিখুশি। ছোট্ট আশী ও আর্যর প্রাণহানিতে কেউই চোখের পানি ধরে রাখতে পারছেন না।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার