হোম > বিশ্ব > ভারত

জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

কলকাতা প্রতিনিধি  

প্রতীকী ছবি

উত্তর প্রদেশের মৈনপুরী জেলার বেওয়ার থানার কাছে জিটি রোড হাইওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় একজন কিশোরী গুরুতর আহত হয়েছে। একটি জন্মদিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো দীপক (৩৬), তাঁর স্ত্রী পূজা (৩৪), কন্যা আশী (৯), পুত্র আর্য (৪) ও দীপকের দিদি সুজাতা (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত কিশোরীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার পর হাইওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত ব্যক্তিদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ। ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক। পুলিশ চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীপকের পরিবার ছিল সদা হাসিখুশি। ছোট্ট আশী ও আর্যর প্রাণহানিতে কেউই চোখের পানি ধরে রাখতে পারছেন না।

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত