হোম > বিশ্ব > ভারত

ভারতে মন্দিরের কূপের ছাদ ধসে ৩৫ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে একটি মন্দিরের কূপের ছাদ ধসে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার রাজ্যের ইন্দোর শহরের বেলেশ্বর মহাদেব মন্দিরে জমায়েত লোকজনের ভারে কপে ছাদ ধসের ঘটনা ঘটে। 

ইন্দোরের কালেক্টর ইলাইয়ারাজা টি’র বরাতে সংবাদ সংস্থা এএনআই জানায়, মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ। আর এ পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান এখনো চলছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকার্য শেষ করার নির্দেশ দিয়েছেন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইন্দোরের সবচেয়ে পুরোনো এলাকাগুলোর মধ্যে অন্যতম স্নেহনগরের এই মন্দিরটি একটি বেসরকারি ট্রাস্টের পরিচালনাধীন। প্রায় চার দশক আগে কংক্রিটের স্ল্যাব দিয়ে কূপটি ঢেকে দেওয়ার পর পাশেই বেলেশ্বর মহাদেব মন্দিরটি নির্মাণ করা হয়। 

রাম নবমীর দিন কূপটির কংক্রিটের স্ল্যাবের ওপর পূজার আয়োজন করা হয়েছিল। স্ল্যাবটি মন্দিরের মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়। সেখানে পূজা দিতে ৩০ থেকে ৪০ জন মানুষ জড়ো হয়। এত মানুষের ভার বহনের উপযুক্ত ছিল না স্ল্যাবটি, ফলে এটি ভেঙে লোকজন ৪০ ফুট গভীর কূপে পড়ে যায়। 

দুর্ঘটনার পর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি লিখেছেন, ‘ইন্দোরের এ দুর্ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। হতাহত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’ 

এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ঠান্ডা পানিতে নামলেন না উদ্ধারকর্মী, ৭০ ফুট গভীর গর্তে যুবকের মৃত্যু

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি