হোম > বিশ্ব > ভারত

মহারাষ্ট্রে ভোট কেনার অভিযোগ, বিজেপি নেতার হোটেলকক্ষে মিলল ১৫ কোটি

বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। ছবি: সংগৃহীত

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নগদ অর্থ বিতরণ করতে গিয়ে ধরা পড়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী বিনোদ তাওড়ে।

রাজ্যের পালঘর জেলার বেরারে এক হোটেল থেকে নগদ টাকা বিলি করার সময় বিরোধী দলের সমর্থকেরা হাতেনাতে ধরেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বিধায়ক এবং প্রভাবশালী নেতা হিতেন্দ্র ঠাকুর সংবাদমাধ্যমের কাছে এই অভিযোগ করেছেন।

হিতেন্দ্র ঠাকুর জানান, তাঁর দলের সমর্থকেরা ওই হোটেলে বিজেপি নেতার ঘর ঘেরাও করেন এবং সেখান থেকে প্রায় ৫ কোটি রুপি উদ্ধার করেন। পাশাপাশি একটি ডায়েরি পাওয়া গেছে, যেখানে দাবি করা হয়েছে যে, বিতরণের জন্য মোট ১৫ কোটি রুপি আনা হয়েছিল। হিতেন্দ্রের ছেলে এবং নালাসোপাড়ার বিধায়ক ক্ষিতিজ ঠাকুরও এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে এরই মধ্যে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেছে। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বিনোদ তাওড়ের হোটেল কক্ষ থেকে ৯ লাখ ৯৩ হাজার রুপি উদ্ধার করা হয়েছে।

বিজেপি নেতার হোটেল কক্ষ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেন বিরোধী দলের সমর্থকেরা। ছবি: স্ক্রিনশট

এদিকে, নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পরে বহিরাগত বিজেপি নেতা কেন পালঘর এলাকায় উপস্থিত ছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী নেতা হিতেন্দ্র ঠাকুর।

বিনোদ তাওড়ে মহারাষ্ট্রের সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমানে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি একসময় মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলীয় নেতা ছিলেন। বিজেপির ফড়নবীস সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তিনি।

বিরোধী দলের অভিযোগ এবং নগদ অর্থ বিতরণ নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি