হোম > বিশ্ব > ভারত

গুজরাটে বিষাক্ত গ্যাস লিক, ৬ জনের মৃত্যু 

ভারতের গুজরাটে বিষাক্ত গ্যাস লিক হয়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অসুস্থ অবস্থায় আরও ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সুরাটে অবস্থিত গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের একটি ট্যাংকার থেকে এই বিষাক্ত গ্যাস লিক হয়। 

একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এনএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, অসুস্থদের সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস পানিতে নির্গত হচ্ছিল। ধারণা করা হচ্ছে, কেউ এর আগে খুব বেশি রাসায়নিক পদার্থ জলের মধ্যে নিঃসৃত করেছিল এবং সম্ভবত, রাসায়নিকের মিশ্রণের ফলে বিষাক্ত গ্যাস নির্গত হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। মিলের পাশে ছিল একটি নালা। সেখানে অজ্ঞাতপরিচয় এক ট্যাংকারচালক কোনো রাসায়নিক সেই নালায় ঢেলে দেন।  তা নালায় পড়ার পর  গ্যাসে ভরে যায় গোটা এলাকা। তার পাশেই থাকা একটি কারখানার ২৮ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

এদের মধ্যে ছয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। 

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে