হোম > বিশ্ব > ভারত

‘অক্সিজেনের অভাবে  মৃত্যু গণহত্যার চেয়ে কম কিছু না’

এনিডিটিভ: হাসপাতাল গুলোতে শুধুমাত্র অক্সিজেন সরবরাহ না থাকায় করোনা রোগীদের মৃত্যু হাসপাতাল কর্তৃপক্ষের ব্যর্থতা এবং একটি অপরাধমূলক কাজ যা ``গণহত্যার চেয়ে কম কিছু নয়’’। গতকাল মঙ্গলবার  ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট এমন কড়া মন্তব্য করেন।

উত্তর প্রদেশের লখনউ ও মিরাট জেলায় অক্সিজেনের অভাবজনিত কারণে কোভিড -১৯ রোগীর মৃত্যু ঘটনা সোশ্যাল মিডিয়ায় উঠে আসার পর উত্তর প্রদেশের আদালত এমন মন্তব্য করলেন। আদালত এই ঘটনাগুলোর তদন্তেরও নির্দেশ দেন।

বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও বিচারপতি অজিত কুমারের সমন্বয়ে গঠিত দুই বিচারপতির বেঞ্চ উত্তর প্রদেশে রাজ্যে কোভিড–১৯ বিস্তার এবং কোয়ারেন্টাইন সেন্টারের দুরাবস্থা নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই তদন্তের নির্দেশ দেন।  

আদালত লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেট এবং মিরাটের জেলা ম্যাজিস্ট্রেটকে ৪৮ ঘন্টার মধ্যে এ জাতীয় ঘটনা তদন্ত করতে নির্দেশ দেন। পাশাপাশি  পরবর্তী শুনানিতে  তাদেরকে অনলাইন আদালতে হাজির হয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  

গত রোববার মিরাটের মেডিকেল কলেজের নতুন ট্রমা সেন্টারের আইসিইউতে পাঁচজন রোগী মারা যায়। এই খবর ভাইরাল হলে পরে এটি উত্তর প্রদেশের আদালতকে অবহিত করা হয়।

এদিকে রোগীদের চাহিদা থাকার পরেও অক্সিজেন সরবরাহ না থাকায়   সান হাসপাতাল, গোমতী নগর, লখনউ এবং মিরাটের আরও অন্যান্য বেসরকারী হাসপাতালগুলোও কোভিড -১৯ রোগীরা চিকিৎসা  দেওয়া সম্ভব হচ্ছে না বলে এনডিটিভি জানিয়েছে। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে