হোম > বিশ্ব > ভারত

স্ত্রীকে নিয়ে আজমির শরিফে আদানি, চিশতির সমাধিতে দিলেন মখমলের চাদর

স্ত্রীকে নিয়ে মখমলের চাদর বিছিয়ে দিচ্ছেন গৌতম আদানি। ছবি: আওয়াজ

ভারতের রাজস্থানের আজমির শরিফে গেলেন আদানি গ্রুপের চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী প্রীতি আদানি। খাজা মইনুদ্দিন চিশতির সমাধিতে মখমলের চাদর ও ফুল বিছিয়ে দেন তাঁরা। আদানি পরিবারকে স্বাগত জানান আজমির শরিফ এবং চিশতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি সায়েদ সালমান চিশতি। তিনি বলেন, ‘তিনি (গৌতম আদানি) সারা দেশের জন্য প্রার্থনা করেছেন।’

আজমির শরিফ ভারতবর্ষের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত। শত শত বছর ধরে এই দরগাহতে আসেন সব ধর্মাবলম্বীরা। সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির সমাধি এখানে। তাঁর ধর্মনিরপেক্ষ শিক্ষা অনুসারে, এই মাজার সব ধর্ম ও বিশ্বাসের মানুষের জন্য উন্মুক্ত। মানবতা, প্রেম, সহিষ্ণুতা ও সৃষ্টিকর্তার প্রতি ভক্তি প্রচার ছিল খাজা মঈনুদ্দিন চিশতির জীবনকর্মের মূল বার্তা। দুনিয়াজুড়ে তিনি ‘গরিবে নেওয়াজ’ নামে পরিচিত।

স্বর্ণ ও মার্বেল পাথরের তৈরি সমাধিটি রুপার রেলিং ও মার্বেল পর্দা দিয়ে ঘেরা। সম্রাট আকবর প্রতিবছর আজমির শরিফে তীর্থযাত্রায় আসতেন। এই দরগাহতে তিনি ও সম্রাট শাহজাহান মসজিদ নির্মাণ করেছিলেন।

আজমির শরীফে গৌতম আদানি। ছবি: এক্স

খাজা মইনুদ্দিন চিশতির সম্মানে বার্ষিক ওরস উপলক্ষে গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজমির শরিফে খাজা মইনুদ্দিন চিশতির সমাধিতে চাদর চড়ান। এ সময় তীর্থযাত্রীদের জন্য বেশ কিছু সুবিধা চালু করেন মন্ত্রী রিজিজু। এগুলোর মধ্যে ছিল ওরসের দিকনির্দেশনা, দরগাহের অফিশিয়াল ওয়েব পোর্টাল চালু ও গরিবে নেওয়াজ অ্যাপ চালু করা।

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের