হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকে পরীক্ষায় বসতে দেওয়া হল না ২ শিক্ষার্থীকে 

ভারতের কর্ণাটকে হিজাব পরিহিতা থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি দুই শিক্ষার্থীকে। কর্ণাটকের উদুপি ও শিবামোগা জেলার দুটি বিদ্যালয়ে ওই দুই শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেয়নি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে হতে এ তথ্য জানা গেছে।

উদুপির একটি স্কুলের একটি বিদ্যালয়ের হিজাব পরায় এক শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থীর বাবা জানিয়েছেন, হিজাব পরায় তাঁর সন্তানকে পরীক্ষা অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা করে বসতে বাধ্য করা হয়েছিল।

তবে উদুপির জেলা প্রশাসনের এক কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করে সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন—এমন কোনো ঘটনা ঘটেনি। 

অন্য এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেছেন, তাঁর সন্তান হিজাব না খুললে তাকে পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। 

সেই অভিভাবক এনডিটিভিকে বলেন, ‘আগে কখনোই এমন ছিল না। আমাদের সন্তানদের আলাদা ঘরে বসতে বাধ্য করা হয়েছিল। এমনকি গতকাল শিক্ষকেরা বাচ্চাদের সঙ্গে উচ্চ স্বরে করেও কথা বলেছে...তাঁরা আগে কখনো এমন করেনি।’ 

তিনি আরও বলেন, “স্কুল কর্তৃপক্ষ বলেছে, ‘যারা হিজাব পরা তাঁরা যেন বাইরে বসে। ক্লাস না করে।’ আমাদের সন্তানেরা হিজাব পরতে চায়, শিক্ষাও চায়। হিন্দু শিক্ষার্থীরা সিঁদুর পরে.খ্রিষ্টান শিক্ষার্থীরা জপমালা পরে, তাহলে আমাদের সন্তানেরা হিজাব পরলে দোষ কি? 

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের উদুপির একটি কয়েকজন শিক্ষার্থী হিজাব পরায় তাঁদের কলেজ থেকে বের করে দেওয়া হয়। এরপরই শুরু হয় হিজাব বিতর্ক। যা পরে ছড়িয়ে পরে কর্ণাটকের বিভিন্ন অংশে। 

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত