হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকে পরীক্ষায় বসতে দেওয়া হল না ২ শিক্ষার্থীকে 

ভারতের কর্ণাটকে হিজাব পরিহিতা থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি দুই শিক্ষার্থীকে। কর্ণাটকের উদুপি ও শিবামোগা জেলার দুটি বিদ্যালয়ে ওই দুই শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেয়নি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে হতে এ তথ্য জানা গেছে।

উদুপির একটি স্কুলের একটি বিদ্যালয়ের হিজাব পরায় এক শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থীর বাবা জানিয়েছেন, হিজাব পরায় তাঁর সন্তানকে পরীক্ষা অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা করে বসতে বাধ্য করা হয়েছিল।

তবে উদুপির জেলা প্রশাসনের এক কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করে সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন—এমন কোনো ঘটনা ঘটেনি। 

অন্য এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেছেন, তাঁর সন্তান হিজাব না খুললে তাকে পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। 

সেই অভিভাবক এনডিটিভিকে বলেন, ‘আগে কখনোই এমন ছিল না। আমাদের সন্তানদের আলাদা ঘরে বসতে বাধ্য করা হয়েছিল। এমনকি গতকাল শিক্ষকেরা বাচ্চাদের সঙ্গে উচ্চ স্বরে করেও কথা বলেছে...তাঁরা আগে কখনো এমন করেনি।’ 

তিনি আরও বলেন, “স্কুল কর্তৃপক্ষ বলেছে, ‘যারা হিজাব পরা তাঁরা যেন বাইরে বসে। ক্লাস না করে।’ আমাদের সন্তানেরা হিজাব পরতে চায়, শিক্ষাও চায়। হিন্দু শিক্ষার্থীরা সিঁদুর পরে.খ্রিষ্টান শিক্ষার্থীরা জপমালা পরে, তাহলে আমাদের সন্তানেরা হিজাব পরলে দোষ কি? 

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের উদুপির একটি কয়েকজন শিক্ষার্থী হিজাব পরায় তাঁদের কলেজ থেকে বের করে দেওয়া হয়। এরপরই শুরু হয় হিজাব বিতর্ক। যা পরে ছড়িয়ে পরে কর্ণাটকের বিভিন্ন অংশে। 

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা