হোম > বিশ্ব > ভারত

৯ সেকেন্ডে গুঁড়িয়ে দেওয়া হবে নয়ডার ‘টুইন টাওয়ার’

আর মাত্র কয়েক ঘণ্টা পরই ভেঙে ফেলা হবে ভারতের নয়ডার ৪০ তলা ‘সুপারটেক টুইন টাওয়ার’। আজ রোববার স্থানীয় সময় আড়াইটা নাগাদ বিশেষ বিস্ফোরকের সহায়তায় গুঁড়িয়ে দেওয়া হবে জোড়া টাওয়ার।

উত্তর প্রদেশের নয়ডা শহরের জোড়া এই বহুতল ভবনের একটির নাম অ্যাপেক্স, উচ্চতা ১০০ মিটার। অন্যটির নাম সিয়ানে, এর উচ্চতা ৯৭ মিটার। এই টুইন টাওয়ার দিল্লির কুতুব মিনারের চেয়েও লম্বা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, বিশালাকার এই ভবন মূলত বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে ফেলা হবে। মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে দেওয়া হবে নয়ডা টুইন টাওয়ার। এর জন্য ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হবে। বিস্ফোরণের পর চারদিকে ছড়িয়ে পড়া ধুলোবালু পরিষ্কার হয়ে স্বাভাবিক হতে ১২ মিনিট সময় লাগবে।

এরই মধ্যে ভবনের আশপাশের আবাসনের বাসিন্দাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া নয়ডার কর্মকর্তারা ভবনটি ধ্বংসের সময় দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং হাসপাতালকে সহায়তা করার জন্য একটি কন্ট্রোলরুম চালু করেছে। শনিবার সন্ধ্যা থেকেই ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। 

উল্লেখ্য, প্রয়োজনীয় অনুমতি না নিয়েই ২০১৩ সালে এই টুইন টাওয়ার তৈরির কাজ শুরু করেছিল নির্মাণ সংস্থা। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালেও আমলে নেয়নি তারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। প্রায় ৯ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে ভেঙে ফেলা হচ্ছে বেআইনিভাবে তৈরি এই নয়ডা টুইন টাওয়ার। এই টুইন টাওয়ার ভেঙে ফেলতে প্রায় ২০ কোটি রুপি খরচ হচ্ছে।

এদিকে ভারতের ইতিহাসে এর আগে এত উঁচু ভবন ভেঙে ফেলার নজির দেখা যায়নি। তাই নয়ডার এই সুউচ্চ বহুতল ভবন ধ্বংসে ইতিমধ্যে কৌতূহলের উদ্রেক তৈরি হয়েছে জনমানসে। ভবনের সঙ্গে শেষ সেলফি তুলছেন অনেকে।

 

 

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত