হোম > বিশ্ব > ভারত

রক্ত বেচেও মেয়ের চিকিৎসার খরচ জোগাতে না পেরে বাবার ‘আত্মহত্যা’

ভারতের মধ্যপ্রদেশে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে অর্থসংকটে পড়ে প্রমোদ গুপ্ত নামের এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার মধ্যপ্রদেশের সাতনা অঞ্চলের রেললাইনের ওপর ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। 

ওই ব্যক্তির পরিবার এনডিটিভিকে জানিয়েছে, পাঁচ বছর আগে ওই মেয়ে এক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়ে চলনশক্তি হারিয়ে ফেলে। এরপর মেয়েটির চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন ওই ব্যক্তি। 

শয্যাশায়ী মেয়ে আনুশকা গুপ্ত বলে, ‘আমার চিকিৎসার খরচ বহন করতে বাবা নিজেদের বাড়ি ও দোকান বিক্রি করে দিয়েছেন। আমার চিকিৎসা ও পরিবার চালাতে গিয়ে কয়েকবার নিজের রক্তও বিক্রি করেছেন। রক্ত বিক্রির পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর আয় ও কর্মক্ষমতাও হারাতে থাকেন। এসব হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।’ 

১৭ বছর বয়সী আনুশকা বেশ মেধাবী। সে বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পুরস্কারও পেয়েছে। সরকারি সাহায্য না পাওয়ার বিষয়ে আনুশকা বলে, ‘কর্তৃপক্ষ বারবার শুধু সহযোগিতার আশ্বাসই দিয়েছে, কিন্তু গত এক বছরে আমরা কিছুই পাইনি। আমার বাবা বারবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন।’ 

এদিকে সাতনা অঞ্চলের রেললাইনের ওপর প্রমোদ গুপ্তের লাশ পাওয়ার আগে তিনি মঙ্গলবার ভোর চারটার দিকে বাড়ি থেকে বের হন দোকানের উদ্দেশে। কিন্তু এরপর তাঁকে খুঁজে না পাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যই তাঁর পরিবার থানায় একটি অভিযোগ দাখিল করে। 

সাতনা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ড খ্যাতি মিশরা বলেন, ‘এ ঘটনায় থানায় আমরা একটা মামলা করেছি। ঘটনার তদন্ত করা হচ্ছে।’

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা