হোম > বিশ্ব > ভারত

রক্ত বেচেও মেয়ের চিকিৎসার খরচ জোগাতে না পেরে বাবার ‘আত্মহত্যা’

ভারতের মধ্যপ্রদেশে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে অর্থসংকটে পড়ে প্রমোদ গুপ্ত নামের এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার মধ্যপ্রদেশের সাতনা অঞ্চলের রেললাইনের ওপর ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। 

ওই ব্যক্তির পরিবার এনডিটিভিকে জানিয়েছে, পাঁচ বছর আগে ওই মেয়ে এক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়ে চলনশক্তি হারিয়ে ফেলে। এরপর মেয়েটির চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন ওই ব্যক্তি। 

শয্যাশায়ী মেয়ে আনুশকা গুপ্ত বলে, ‘আমার চিকিৎসার খরচ বহন করতে বাবা নিজেদের বাড়ি ও দোকান বিক্রি করে দিয়েছেন। আমার চিকিৎসা ও পরিবার চালাতে গিয়ে কয়েকবার নিজের রক্তও বিক্রি করেছেন। রক্ত বিক্রির পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর আয় ও কর্মক্ষমতাও হারাতে থাকেন। এসব হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।’ 

১৭ বছর বয়সী আনুশকা বেশ মেধাবী। সে বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পুরস্কারও পেয়েছে। সরকারি সাহায্য না পাওয়ার বিষয়ে আনুশকা বলে, ‘কর্তৃপক্ষ বারবার শুধু সহযোগিতার আশ্বাসই দিয়েছে, কিন্তু গত এক বছরে আমরা কিছুই পাইনি। আমার বাবা বারবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন।’ 

এদিকে সাতনা অঞ্চলের রেললাইনের ওপর প্রমোদ গুপ্তের লাশ পাওয়ার আগে তিনি মঙ্গলবার ভোর চারটার দিকে বাড়ি থেকে বের হন দোকানের উদ্দেশে। কিন্তু এরপর তাঁকে খুঁজে না পাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যই তাঁর পরিবার থানায় একটি অভিযোগ দাখিল করে। 

সাতনা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ড খ্যাতি মিশরা বলেন, ‘এ ঘটনায় থানায় আমরা একটা মামলা করেছি। ঘটনার তদন্ত করা হচ্ছে।’

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক