হোম > বিশ্ব > ভারত

রক্ত বেচেও মেয়ের চিকিৎসার খরচ জোগাতে না পেরে বাবার ‘আত্মহত্যা’

ভারতের মধ্যপ্রদেশে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে অর্থসংকটে পড়ে প্রমোদ গুপ্ত নামের এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার মধ্যপ্রদেশের সাতনা অঞ্চলের রেললাইনের ওপর ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। 

ওই ব্যক্তির পরিবার এনডিটিভিকে জানিয়েছে, পাঁচ বছর আগে ওই মেয়ে এক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়ে চলনশক্তি হারিয়ে ফেলে। এরপর মেয়েটির চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন ওই ব্যক্তি। 

শয্যাশায়ী মেয়ে আনুশকা গুপ্ত বলে, ‘আমার চিকিৎসার খরচ বহন করতে বাবা নিজেদের বাড়ি ও দোকান বিক্রি করে দিয়েছেন। আমার চিকিৎসা ও পরিবার চালাতে গিয়ে কয়েকবার নিজের রক্তও বিক্রি করেছেন। রক্ত বিক্রির পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর আয় ও কর্মক্ষমতাও হারাতে থাকেন। এসব হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।’ 

১৭ বছর বয়সী আনুশকা বেশ মেধাবী। সে বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পুরস্কারও পেয়েছে। সরকারি সাহায্য না পাওয়ার বিষয়ে আনুশকা বলে, ‘কর্তৃপক্ষ বারবার শুধু সহযোগিতার আশ্বাসই দিয়েছে, কিন্তু গত এক বছরে আমরা কিছুই পাইনি। আমার বাবা বারবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন।’ 

এদিকে সাতনা অঞ্চলের রেললাইনের ওপর প্রমোদ গুপ্তের লাশ পাওয়ার আগে তিনি মঙ্গলবার ভোর চারটার দিকে বাড়ি থেকে বের হন দোকানের উদ্দেশে। কিন্তু এরপর তাঁকে খুঁজে না পাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যই তাঁর পরিবার থানায় একটি অভিযোগ দাখিল করে। 

সাতনা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ড খ্যাতি মিশরা বলেন, ‘এ ঘটনায় থানায় আমরা একটা মামলা করেছি। ঘটনার তদন্ত করা হচ্ছে।’

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা