হোম > বিশ্ব > ভারত

ওদের বাপও আমাকে গ্রেপ্তার করতে পারবে না, চ্যালেঞ্জ রামদেবের

ঢাকা: অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই ভারতীয় যোগগুরু রামদেবের নতুন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়ে এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, স্বামী রামদেবকে ওদের বাবাও গ্রেপ্তার করতে পারবে না। অবশ্য ‘ওদের’ বলতে তিনি কাকে বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি।

গত সপ্তাহে অনুসারীদের উদ্দেশ করে রামদেব বলেন, অ্যালোপ্যাথি চিকিৎসায় বহু মানুষ মারা যাচ্ছেন। এ নিয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রী তাঁর সমালোচনা করেছেন। আধুনিক চিকিৎসা নিয়ে দেওয়া নিজের বক্তব্য থেকে সরে গিয়েছিলেন রামদেব। বিবৃতি দিয়ে ভুলও স্বীকার করেন। কিন্তু গত সোমবার আবার অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের বিতর্কিত এই যোগগুরু।

অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে যোগগুরুকে এক হাজার কোটি টাকার মানহানির নোটিশ পাঠিয়েছে ভারতে চিকিৎসকদের শীর্ষ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। চিকিৎসকদের দাবি, অ্যালোপ্যাথি চিকিৎসাপদ্ধতি নিয়ে রামদেব যে মন্তব্য করেছেন, তার জন্য তাঁকে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে।

রামদেব প্রধানত যোগগুরু হয়েছে পরিচিত হলেও তার মালিকানাধীন প্রতিষ্ঠান পতঞ্জলির তৈরি পণ্য ভারতে বেশ জনপ্রিয়। তিনি দাবি করেন, হিন্দু প্রাচীন রীতিতে তৈরি তার ওষুধ, প্রসাধনী এবং খাদ্যসামগ্রী ভেষজ গুণসম্পন্ন। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বাবা রামদেব তার ব্যবসার প্রসার করেছেন। তিনি মোদির দল বিজেপির একজন সমর্থকও। নির্বাচনে দলটির জন্য প্রচারণাও চালিয়েছেন বাবা রামদেব।

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ

কাজের চাপে মাঠকর্মীদের মৃত্যুতে ভ্রুক্ষেপ নেই ভারতীয় নির্বাচন কমিশনের

ভারতে ডোনাল্ড ট্রাম্পের নামে সড়ক হচ্ছে, খেপেছে বিজেপি

আগুন দেখে ‘মেহবুবা মেহবুবা’ গান আরও জমে যায়—সেই আগুনই কেড়ে নিল ২৫ প্রাণ

ভারতের গোয়ায় নাইটক্লাবে আগুন, নিহত অন্তত ২৩

ব্ল্যাক টি, জাফরান, দাবার বোর্ডসহ পুতিনকে মোদির যত উপহার

ইন্ডিগোর ফ্লাইট সংকটে ভাড়া বেঁধে দিল সরকার, ৫০০ কিমি রুটে সর্বোচ্চ ৭,৫০০ রুপি