হোম > বিশ্ব > ভারত

পদ্মভূষণ পদক পেলেন গুগলের সিইও সুন্দর পিচাই 

ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণে ভূষিত হয়েছেন টেক জায়ান্ট গুগল ও এর মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুন্দর পিচাই তামিলনাড়ুর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন। চলতি বছরের শুরুর দিকে এই পদকজয়ী সুন্দর পিচাইসহ ১৭ জনের নাম ঘোষণা করে ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বাণিজ্য ও শিল্প বিভাগে সুন্দর পিচাইকে এই পদক দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে তাঁর পরিবারের সদস্যর সামনে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু এই পদক তুলে দেন।

পদক পেয়ে বেশ উচ্ছ্বসিত সুন্দর পিচাই। পদ্মভূষণ পদক পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সুন্দর বলেন, ‘ভারত সব সময়ই আমার অস্তিত্বের একটি অংশ এবং আমি যেখানে যাই সেখানেই ভারতকে সঙ্গে করে নিয়ে যাই।’ তিনি আরও বলেন, ‘আমাকে এই বিশাল সম্মান দেওয়ায় ভারত সরকার এবং ভারতের জনগণের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। যে দেশ আমাকে তৈরি করেছে, সেই দেশ কর্তৃক এভাবে সম্মানিত হওয়া নিঃসন্দেহে দারুণ অর্জন।’

সুন্দর পিচাই তাঁর সাফল্যের পেছনে পরিবারের অবদানের কথা স্বীকার করে বলেন, ‘আমি সৌভাগ্যবান যে, আমি এমন এক পরিবারে বড় হয়েছি, যেখানে কোনো কিছু শেখা এবং জ্ঞানার্জনকে উৎসাহিত করা হয়। আমরা বাবা-মা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং এ কারণেই আমি আমারে ভেতরের আকাঙ্ক্ষা খুঁজে বের করতে প্রচুর সময় পেয়েছি।’

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা