হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতীয়: মোদি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের ওপর হামলা হয়েছে অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশটিতে থাকা হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতীয়।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দিল্লির রেড ফোর্ট থেকে দেওয়া ভাষণে মোদি এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভারতের ১৪০ কোটি মানুষ। ভারত সব সময় বাংলাদেশের অগ্রগতি চায়। আমরা আশা করি, শিগগির বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতীয়রা চায়, সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।’ 

শেখ হাসিনার সরকারের পতনের পর তিন দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। তখন ঢাকাসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ ওঠে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি বলেছে, বাংলাদেশের ৬৪ জেলার ৫২টিতেই সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। 

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। এতে সরকার গঠনের মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। 

বাংলাদেশ প্রসঙ্গ টানলেন ভারতের প্রধান বিচারপতি
ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয়া ইশান্ত চন্দ্রচূড় বলেছেন, ‘স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের অশান্তি তার একটি স্পষ্ট উদাহরণ।’ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল দিল্লিতে দেওয়া এক ভাষণে এ কথা বলেন চন্দ্রচূড়। 

চন্দ্রচূড় বলেন, ‘স্বাধীনতা দিবসে আমাদের দেশের জনগণের একে অপরের প্রতি যে দায়িত্ব আছে, তা আমাদের মনে করিয়ে দিচ্ছে এবং জাতি সংবিধানের মূল্যবোধগুলো বুঝতে পারছে।’ 

নিজের ভাষণে বাংলাদেশের উদাহরণ টেনে প্রধান বিচারপতি বলেন, ‘বাংলাদেশে আজ যা ঘটছে, স্বাধীনতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের পরিষ্কারভাবে মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তিলাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা প্রয়োজন।’

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর