প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে শুক্রবার একদিনে ভারতজুড়ে আড়াই কোটির বেশি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিনে টিকা দেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি। স্থানীয় সময় রাত ১১টা ৫৮ মিনিটে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া একটি টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি একটি ঐতিহাসিক সংখ্যা।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট বার্তায় বলেন, প্রতিটি ভারতীয় আজকের রেকর্ড টিকা সংখ্যার জন্য গর্বিত হবে।
এই বিশ্ব রেকর্ডের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও ভারতকে অভিনন্দন জানানো হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গণ টিকা কর্মসূচির প্রথম ৮৫ দিনে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। পরের ৪৫ দিনের মধ্যে ২০ কোটি ও পরের ২৯ দিনের মধ্যে ৩০ কোটি টিকা পেয়েছেন ভারতের বাসিন্দারা।