হোম > বিশ্ব > ভারত

মোদির জন্মদিনে আড়াই কোটি টিকা দেওয়ার বিশ্ব রেকর্ড ভারতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে শুক্রবার একদিনে ভারতজুড়ে আড়াই কোটির বেশি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিনে টিকা দেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি। স্থানীয় সময় রাত ১১টা ৫৮ মিনিটে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া একটি টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। 

টুইট বার্তায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি একটি ঐতিহাসিক সংখ্যা।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট বার্তায় বলেন, প্রতিটি ভারতীয় আজকের রেকর্ড টিকা সংখ্যার জন্য গর্বিত হবে। 
একদিনে টিকা দেওয়ার বিশ্ব রেকর্ডটি ছিল এত দিন চীনের দখলে। গত জুনে চীন একদিন দুই কোটি ৪৭ লাখ টিকা দিয়েছিল। 

এই বিশ্ব রেকর্ডের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও ভারতকে অভিনন্দন জানানো হয়েছে। মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা ও সমর্পণ অভিযান’ নামে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ২০ দিনব্যাপী একটি কর্মসূচি হাতে নেয় বিজেপি। এ জন্য প্রায় ৮ লাখ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গণ টিকা কর্মসূচির প্রথম ৮৫ দিনে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। পরের ৪৫ দিনের মধ্যে ২০ কোটি ও পরের ২৯ দিনের মধ্যে ৩০ কোটি টিকা পেয়েছেন ভারতের বাসিন্দারা।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস