হোম > বিশ্ব > ভারত

মোদির জন্মদিনে আড়াই কোটি টিকা দেওয়ার বিশ্ব রেকর্ড ভারতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে শুক্রবার একদিনে ভারতজুড়ে আড়াই কোটির বেশি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিনে টিকা দেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি। স্থানীয় সময় রাত ১১টা ৫৮ মিনিটে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া একটি টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। 

টুইট বার্তায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি একটি ঐতিহাসিক সংখ্যা।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট বার্তায় বলেন, প্রতিটি ভারতীয় আজকের রেকর্ড টিকা সংখ্যার জন্য গর্বিত হবে। 
একদিনে টিকা দেওয়ার বিশ্ব রেকর্ডটি ছিল এত দিন চীনের দখলে। গত জুনে চীন একদিন দুই কোটি ৪৭ লাখ টিকা দিয়েছিল। 

এই বিশ্ব রেকর্ডের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও ভারতকে অভিনন্দন জানানো হয়েছে। মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা ও সমর্পণ অভিযান’ নামে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ২০ দিনব্যাপী একটি কর্মসূচি হাতে নেয় বিজেপি। এ জন্য প্রায় ৮ লাখ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গণ টিকা কর্মসূচির প্রথম ৮৫ দিনে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। পরের ৪৫ দিনের মধ্যে ২০ কোটি ও পরের ২৯ দিনের মধ্যে ৩০ কোটি টিকা পেয়েছেন ভারতের বাসিন্দারা।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা