হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা, ভারতে বজরং দলের ৩ জন গ্রেপ্তার

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহিত

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বারাসত স্টেশনের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভারতীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি হিন্দু জাতীয়তাবাদী ‘বজরং দলে’র সদস্য। তাঁদের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায়। এই তিন ব্যক্তি বারাসত স্টেশনের কাছে মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা আঁকেন এবং তার ওপর দাঁড়িয়ে প্রতিবাদ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া তিনজনকে নিজ সংগঠনের সদস্য বলে স্বীকার করেছেন বজরং দলের নেতা বাপন বিশ্বাস। তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদেই আমরা এই কর্মসূচি নিয়েছিলাম। পুলিশ আমাদের সদস্যদের না ছাড়লে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।’

এ ঘটনাকে কেন্দ্র নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রবেশপথে ভারতের জাতীয় পতাকার ওপর ছাত্রছাত্রীদের হাঁটার একটি ভিডিও ভাইরাল হয়। ওই ঘটনার প্রতিবাদেই বজরং দলের কর্মসূচি ছিল বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, বজরং দলের হুঁশিয়ারি পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে। সম্প্রতি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বাংলাদেশ ও ভারতের মধ্যে তুমুল বিতর্ক চলছে।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত