হোম > বিশ্ব > ভারত

নারী বিচারককে আপত্তিকর শুভেচ্ছাবার্তা দিয়ে চার মাস জেল খাটলেন আইনজীবী

ইন্দোর: এক নারী বিচারককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁরই আদালতে প্র্যাকটিস করা এক আইনজীবী। ই–মেইলের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সেটি মোটেও শালীন ছিল না।

এই এক এসএমএসের কারণেই তাঁকে যেতে হলো জেলে। দীর্ঘ চার মাস জেল খাটার পর অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। 

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের ঘটনা এটি। সম্প্রতি হাইকোর্টের ইন্দোর বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন।

বিজয় সিং যাদব নামে ওই আইনজীবীকে জামিন দেওয়ার সময় আদালত বলেন, এরপর যদি কখনো তিনি ওই নারী বিচারকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ করার চেষ্টা করেন বা তাঁকে বিরক্ত করেন তাহলে এই জামিন বাতিল হয়ে যাবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ জুন বিজয় যাদবের দ্বিতীয় জামিন আবেদনের ভার্চুয়াল শুনানি চলাকালে বিচারপতি সুবোধ অভ্যাঙ্করের একক বেঞ্চ এই আদেশ দেন।

জেলা আদালতের এক কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে রতলাম পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। অভিযোগে বলা হয়, ওই আইনজীবী গত ২৯ জানুয়ারি তাঁর অফিশিয়াল ইমেইল ঠিকানা থেকে ওই নারী বিচারকের কাছে জন্মদিনের অশ্লীল শুভেচ্ছা পাঠিয়েছিলেন। তিনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিচারকের ছবি ডাউনলোড করে গ্রিটিং কার্ড তৈরি করেছিলেন। গত ২ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে হাইকোর্ট আইনজীবী বিজয় যাদবের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। ওই আইনজীবী চার সন্তানের জনক হওয়া সত্ত্বেও ‘অনৈতিক কার্যকলাপে’ জড়িত ছিলেন এবং তাঁর এই কাজটি নারী বিচারকের জন্য অত্যন্ত বিব্রতকর ছিল বলে উল্লেখ করেন বিচারপতি।

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত