হোম > বিশ্ব > ভারত

মিজোরামে কয়লা খনি ধসে নিহত ৮, নিখোঁজ ৪

কলকাতা প্রতিনিধি

ভারতের মিজোরাম রাজ্যে পাথর খনিতে কাজ করতে গিয়ে ভূমিধসে অন্তত ৮ জন বিহারি শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত আরও ৪ জন। গত সোমবার ধসে পড়া সেই পাথর কেয়ারি থেকে ওই ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এক বিবৃতিতে বলেছে, ‘উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হবে। অনুসন্ধান অভিযান এখনো চলছে এবং নিখোঁজদের খুঁজে না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’ গত সোমবার মিজোরামের ওই পাথর খনিটিতে আটকা পড়েন ১৩ শ্রমিক।

স্থানীয়রা জানিয়েছে, মিজোরামের নাথিয়াল জেলার মাউদারহ এলাকার একটি বেসরকারি মালিকানার কয়লাখনিতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় শ্রমিকেরা মাত্র তাদের দুপুরের খাবার শেষ করে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে ৫টি এক্সক্যাভেটর, বেশ কয়েকটি ড্রিল মেশিনও শ্রমিকদের সঙ্গে চাপা পড়েছে। 

নাথিয়ালের জেলা প্রশাসক আর লালরেমসাঙা জানান, দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে সোমবার বিকেলে পাথর খনিতে কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। হঠাৎই ভূমি ধস নামে। ১ জন প্রাণে বাঁচতে সক্ষম হলেও বাকিরা আটকা পড়েন। খবর পেয়েই শুরু হয় উদ্ধার কাজ। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর জওয়ানরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এখনো পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার হলেও বাকি ৪ জন নিখোঁজ রয়েছেন।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার