হোম > বিশ্ব > ভারত

ভারত-চীন সীমান্তের নিষিদ্ধ এলাকায় পার্বতীর অবতার, বিয়ে করবেন শিবকে!

ভারত-চীন সীমান্তের একটি সংরক্ষিত এলাকায় অবস্থান নিয়েছেন উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌয়ের এক নারী। নিজেকে তিনি দাবি করছেন দেবী পার্বতীর জাতিস্মর। কৈলাস পর্বতের অধিপতি ভগবান শিবকে বিয়ে করতে চান!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের কাছাকাছি নাভিধং একটি সংরক্ষিত এলাকা। এখানে অবস্থান করার বৈধতা নেই। পিথোরাগড়ের এসপি লোকেন্দ্র সিং বলেছেন, পুলিশের একটি দল হরমিন্দর কাউর নামে ওই নারীকে সরাতে গিয়েছিল। কিন্তু ওই নারী দাবি করছেন, পূর্বজন্মে তিনি পার্বতী ছিলেন। তারই পুনর্জন্ম হয়েছে। তাঁকে এখান থেকে সরালে আত্মহত্যা করবেন। পুলিশ তখন হতাশ হয়ে ফিরে এসেছে।

এসপি বলেন, ‘তবে, আমরা তাঁকে জোর করে ধারচুলায় নামানোর জন্য একটি বড় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এসপি লোকেন্দ্র সিংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, হরমিন্দর কাউর নামের ওই নারী উত্তর প্রদেশ রাজ্যের আলিগঞ্জ এলাকার বাসিন্দা। ১৫ দিনের অনুমতি নিয়ে মায়ের সঙ্গে গুঞ্জিতে গিয়েছিলেন। কিন্তু ২৫ মে অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও সংরক্ষিত এলাকা ছেড়ে যেতে অস্বীকার করেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘দুই সাব-ইন্সপেক্টর এবং একজন পরিদর্শকের সমন্বয়ে তিন সদস্যের একটি দলকে সংরক্ষিত এলাকা থেকে ওই নারীকে ফিরিয়ে আনার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে। আমরা তাঁকে ফিরিয়ে আনার জন্য চিকিৎসকসহ ১২ সদস্যের একটি বড় পুলিশ দল পাঠানোর পরিকল্পনা করেছি।’

ওই নারীকে মানসিকভাবে সুস্থ বলে মনে করছে না পুলিশ। তাঁর দাবি, তিনি দেবী পার্বতীর অবতার এবং ভগবান শিবকে বিয়ে করতে এসেছেন। 

উল্লেখ্য, গুঞ্জি এলাকাটি কৈলাস-মানসরোবরের পথে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’